বিজ্ঞ আদালত হতে বন্দি মুক্তির আদেশ কারাগারে পৌছাঁমাত্রই তার কাষ্টুডী ওয়ারেন্টের সাথে মিলিয়ে যাচাই বাছাই করে মুক্তির তালিকা প্রস্তুত করা হয়। যাচাই বাছাই-এ অযথা সময় ক্ষেপন এবং ভুল ভ্রান্তির দোহাই দিয়ে বন্দি মুক্তিতে বিলম্ব ও দালাল চক্রের মাধ্যমে আর্থিক লেনদেন বন্ধ করে স্বচ্ছতা ও জবাবদিহিতা আনয়ন করা।
১। আদালতের আদেশনামা পাওয়ার পর তা যাচাই-বাছাই করে ডিজিটাল ডিসপ্লের মাধ্যমে কারা অভ্যন্তরে এবং বাহিরে প্রধান ফটকের সামনে বন্দি মুক্তির সময় উল্লেখপূ্র্বক মুক্তির তালিকা প্রর্দশন করা হবে। ২। যারা মুক্তি পাবেনা তাদের মুক্তি না পাওয়ার কারণ উল্লেখপূর্বক ভিন্ন তালিকা করে তা প্রদর্শন করা হবে। এতে বন্দি এবং বন্দির আত্বীয়স্বজন দারুনভাবে উপকৃত হবে। বন্দি অনায়াসে তার মুক্তির বিষয়টি জানতে পারবে।