প্রকল্প সমূহ

মোবাইল অ্যাপস-এর মাধ্যমে হাতের মুঠোয় জনসেবার তথ্য পৌছে দেয়া
স্বল্পতম সময়ে মাসিক ভিত্তিতে সহজে ইউপি সচিবদের বেতন-ভাতা প্রদান

রিয়াজউদ্দীন বাজারের বর্জ্য সংগ্রহ সহজীকরণ


চিহ্নিত সমস্যা এবং প্রস্তাবিত সমাধান

চট্টগ্রাম সিটি কর্পোরেশন এর আওতাধীন বাজারসমূহে যথাযথ উপায়ে বর্জ্য নিষ্কাশন না হওয়ায় নগরবাসী বেশ কিছু সমস্যার সম্মুখীন হয়। যত্রতত্র বর্জ্য নিষ্কাশনের ফলে পরিবেশের ক্ষতি হয় এবং নালা নর্দমা দিয়ে পানি নিষ্কাশন ব্যাহত হয়। বর্জ্য নিষ্কাশনের সঠিক পদ্ধতি,পর্যাপ্ত বিন ও সুষ্ঠু পদ্ধতিতে তদারকি না থাকায় এই ধরনের সমস্যার সৃষ্টি হচ্ছে

সমস্যাটি সমাধানে ইনোভেটিব আইডিয়াটিকে কয়েকটি ধাপে ভিবক্ত করা যায়। ধাপগুলো হল- (ধাপ-১) বৈধ ট্রেড লাইসেন্সধারী ব্যবসায়ী/দোকান মালিকদের একটি পূর্ণাঙ্গ ডাটাবেস তৈরী করা। (ধাপ-২) ট্রেড লাইসেন্স আইডি দিয়ে প্রত্যেক দোকান মালিকদের তিনটি ভিন্ন রংয়ের আলাদা ছোট বিন প্রদান করা। বিন-১ (সবুজ রং) ঃপঁচনশীল বর্জ্য সংগ্রহের জন্য। বিন-২ (লাল রং) ঃঅপঁচনশীল বর্জ্য সংগ্রহের জন্য। সেগুলি পরবর্তীতে পুড়িয়ে ফেলা হবে। বিন-৩ (হলুদ রং) ঃপুনঃ ব্যবহার যোগ্য বর্জ্য সংগ্রহের জন্য যেন পরবর্তীতে আবার তা ব্যবহার করা যায়। মোটিভেশন ঝগঝ (এসএমএস),মাইকিং,লিফলেট,সেমিনার/ওয়ার্কশপ,ভিডিও কনফারেন্স,পত্রিকায় বিজ্ঞাপন,টিভি চ্যানেলে প্রচার ইত্যাদির মাধ্যমে উক্ত স্থানের আওতাধীন জনসাধারনের মানসিকতার পরিবর্তনের চেষ্টা করা। ফডিব্যাক দোকানদার কর্তৃক যথাযথভাবে বর্জ্য সংরক্ষিত হলে ঝগঝ (এসএমএস) এর মাধ্যমে ধন্যবাদ/উৎসাহমূলক ক্ষুদে বার্তা প্রদান।যথাযথভাবে বর্জ্য সংরক্ষন না হলে প্রথমে ঝগঝ (এসএমএস) এর মাধ্যমে সতর্কবার্তা ও পরবর্তীতে জরিমানার ব্যবস্থা রাখা। ধাপ-৩ চসিকের পরিছন্ন কর্মীরা রাত ৬ টা – ১০ টা মধ্যে প্রত্যেক দোকানের সামনে সংরক্ষিত বিনসমূহ হতে আবর্জনাগার (T.G) এ স্তূপকৃত করনের জন্য বাজারের নির্দিষ্ট স্থানে রক্ষিত বিনগুলো হতে বর্জ্য সংগ্রহ করবে।