প্রকল্প সমূহ

নাম ও বয়স সংশোধন সহজীকরণ
“প্রকল্প অনুমোদন ও অর্থ ছাড় সহজীকরণ”

“প্রকল্প অনুমোদন ও অর্থ ছাড় সহজীকরণ”


চিহ্নিত সমস্যা এবং প্রস্তাবিত সমাধান

অসম্পূর্ণ আবেদন, তথ্যের অপ্রতুলতা এবং মন্ত্রণালয় থেকে প্রকল্পের উপর মতামত পেতে দেরী হওয়ায় এনজিওর প্রকল্প প্রস্তাব, অনুমোদন ও অর্থ ছাড়ে দীর্ঘসূত্রিতা তৈরি হয় । যার ফলে সংশ্লিষ্ট এনজিওর প্রতিনিধিকে কয়েকবার স্বশরীরে ও মোবাইলে যোগাযোগের মাধ্যমে সংশ্লিষ্ট বিষয়ে খোঁজ-খবর নিতে হয় । এতে TCV বৃদ্ধিসহ তাদের ভোগান্তি বৃদ্ধি পায় ।

• নিয়মিত প্রশিক্ষণ আয়োজনের মাধ্যমে সংশ্লিষ্টদের সঠিকভাবে আবেদন পদ্ধতি অবহিত রাখা হবে । • বিদ্যমান ১৩ টি ধাপের পরিবর্তে ৮টি ধাপে অনুমোদন ও অর্থ ছাড় সম্পন্ন করা হবে । • সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের মতামত প্রদানের সময়সীমা কমিয়ে আনার জন্য প্রধানমন্ত্রীর কার্যালয়ের পরিপত্র সংশোধন করে ২১ দিনের পরিবর্তে ১৫ দিনে কমিয়ে আনা ।