প্রকল্প সমূহ

প্রযুক্তির মাধ্যমে নগর কৃষি সেবা (একটি জানালায় সকল সেবা + vertical farming এ উদ্বুদ্ধ করা)
প্রযুক্তি ব্যবহার করে মৎস্যচাষ সেবা চাষীর দোড়গোড়ায়

কৃষি সম্প্রসারণ টুলস (এ্যাপস, ওয়েব সাইট ইত্যাদি) ব্যবহার করে সমন্বিত সম্প্রসারণ সেবা সহজলভ্যকরণের মাধ্যমে কৃষকদের ভোগান্তি লাঘবকরণ


চিহ্নিত সমস্যা এবং প্রস্তাবিত সমাধান

উপজেলা কৃষি অফিসগুলোতে সমন্বিত সম্প্রসারণ সেবা ব্যবস্থার অপ্রতুলতার কারণে এক জায়গায় ও কৃষকের সুবিধাজনক জায়গায় সবধরনের সম্প্রসারণ সেবা না পাওয়ায় কৃষকগণ নানা ভোগান্তির স্বীকার এবং আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন।

১. বিভিন্ন এ্যাপস ও ওয়েবসাইটসমূহকে একত্রিত করা ২. এসএএও ও অন্যন্য স্টেকহোল্ডারদের প্রশিক্ষণ প্রদান করা ৩. প্রশিক্ষিত এসএএও ও অন্যন্য স্টেকহোল্ডারদের মাধ্যমে কৃষকদের বাড়ীর কাছেই (ইউডিসি, ফিয়াক, এআইসিসিতে ) সমন্বিত কৃষি সম্প্রসারণ সেবা প্রদানের ব্যবস্থা করা ৪. কৃষকদের জন্য সহজলভ্য স্থানে প্রয়োজনীয় কৃষি তথ্য সহজলভ্য করা৫. কৃষি অফিসে একটি তথ্য প্রযুক্তি নির্ভর সেবা ডেস্ক স্থাপন করা ৬. গবেষণা প্রতিষ্ঠানসমূহের সাথে যোগাযোগ রক্ষা করা ৭. অন্যান্য কৃষি সাব সেক্টরকে (মৎস, প্রাণিসম্পদ অফিস ) কৃষকের সাথে যুক্ত করা ৮. প্রশিক্ষণের মাধ্যমে- কৃষক টু কৃষক রিটেইলার টু কৃষক স্টেকহোল্ডার টু কৃষক তথ্য সেবা