প্রকল্প সমূহ

নলকূপ মেরামত সেবা সহজীকরণ
কৃষি সম্প্রসারণ টুলস (এ্যাপস, ওয়েব সাইট ইত্যাদি) ব্যবহার করে সমন্বিত সম্প্রসারণ সেবা সহজলভ্যকরণের মাধ্যমে কৃষকদের ভোগান্তি লাঘবকরণ

প্রযুক্তির মাধ্যমে নগর কৃষি সেবা (একটি জানালায় সকল সেবা + vertical farming এ উদ্বুদ্ধ করা)


চিহ্নিত সমস্যা এবং প্রস্তাবিত সমাধান

উপজেলায় কৃষির বিস্তর পরিধি থাকলেও মেট্রো পলিটন এলাকায় নগর কৃষি এখনও সেই তুলনায় প্রসার লাভ করেনি। আগ্রহী ছাদে বাগানকারীগণ নিরাপত্তার কথা ভেবে অপরিচিত উপ-সহকারিদের বাগান পরিদর্শনে আগ্রহী হন না , তথ্যের অপ্রতুলতা থাকায় আগ্রহীরা মেট্রো পলিটন এলাকায় কৃষি সেবা সম্পর্কে অবগত নন, তাঁরা উপকরণ সংগ্রহ করতে গিয়ে আর্থিক ক্ষতি ও হয়রানির শিকার হন। সীমিত মাঠ কর্মী নিয়ে যানজট পেরিয়ে সময়সাপেক্ষ যাতায়াত করে বসবাসরত বিশাল জনগোষ্ঠীকে সেবা নিশ্চিত করা প্রায় অসম্ভব হয়ে পরে।

ওয়েব ও মোবাইল এ ব্যবহার উপযোগী interactive একটি website তৈরি করা যাতে FAQ(Frequently Asked Question) er গ্রাহকের সকল প্রশ্নের/ জিজ্ঞাসার জবাব দেয়া হবে । গ্রাহকগণ তাঁদের প্রশ্ন ও সমস্যা ছবি সহ ওয়েব পোর্টাল এ upload করে পরামর্শ চাইতে পারবেন । কৃষি অফিস থেকে দ্রুত সেই সমস্যার প্রতিকার ও প্রতিরোধে করনীয় তথ্য ও সেবা প্রদান করা হবে; এতে করে গ্রাহকের সামগ্রিক TCV হ্রাস পাবে । পোর্টালে একটি linkage গড়ে তোলা, যেন আগ্রহী বাগানকারীগণ সহজেই ন্যায্যমূল্যে সকল উপকরণ (যেমন বীজ, সার, কীটনাশক, বাগান তত্ত্বাবধায়ন প্রভৃতি) এর প্রাপ্যতা, সরবরাহকারীর নাম ও যোগাযোগের বিস্তারিত ঠিকানা একটি পোর্টালেই পান ।ওয়েব পোর্টালকে কেন্দ্র করে ওয়ান স্টপ সার্ভিস(one stop service) চালু করা । ব্লক ভিত্তিক হট লাইন নাম্বার প্রদান (৯-৫ টা) করা। Vertical Farming সম্পর্কে জনসাধারণকে উৎসাহিত করা, স্তরে স্তরে সজ্জিত বাগান যা স্বল্প জায়গায় অধিক চাষের উপযোগী এবং অধিক ফলন দেয় । - গ্রাহকের ছাদে অথবা মোহাম্মাদপুর কৃষি অফিসের সামনের খোলা জায়গায় একটি model vertical farming প্রতিষ্ঠা করা, যা সরাসরি/ছবি/ভিডিও এর মাধ্যমে প্রদর্শন করে এলাকার গ্রাহকদের উদ্বুদ্ধ করা হবে। সেই সাথে নগর কৃষিতে আগ্রহীদের এ মাশরুম চাষে উদবুদ্ধ করা হবে। উপকরণ সরবরাহকারী, বাণিজ্যিক প্রতিষ্ঠান ও আগ্রহী উদ্যোক্তাদের নিয়ে, প্রযুক্তির মাধ্যমে নগর কৃষি সম্প্রসারণ এর লক্ষ্যে ছাদে বাগান এর উপরে ৩-৫ দিন ব্যাপী একটি মেলা করা যাতে জনসাধারণের আগ্রহ সৃষ্টি হয় । মেলায় আগ্রহী গ্রাহকদের রেজিস্ট্রেশান এর ব্যবস্থা থাকবে । রেজিস্টার গ্রাহকদের মোবাইল নং ও যোগাযোগ এর ঠিকানা সংগ্রহ পূর্বক একটি contact directory তৈরি করা হবে এবং ধারাবাহিকভাবে তাঁদের সাথে যোগাযোগ করে অগ্রগতি তদারকি করা হবে। Steak holder দের সাথে আলোচনা এবং তাঁদের মাধ্যমে প্রচার-প্রচারণা । মাঠ পর্যায়ে কর্মকর্তাদের প্রশিক্ষণ প্রদান ও motivation