উপজেলায় কৃষির বিস্তর পরিধি থাকলেও মেট্রো পলিটন এলাকায় নগর কৃষি এখনও সেই তুলনায় প্রসার লাভ করেনি। আগ্রহী ছাদে বাগানকারীগণ নিরাপত্তার কথা ভেবে অপরিচিত উপ-সহকারিদের বাগান পরিদর্শনে আগ্রহী হন না , তথ্যের অপ্রতুলতা থাকায় আগ্রহীরা মেট্রো পলিটন এলাকায় কৃষি সেবা সম্পর্কে অবগত নন, তাঁরা উপকরণ সংগ্রহ করতে গিয়ে আর্থিক ক্ষতি ও হয়রানির শিকার হন। সীমিত মাঠ কর্মী নিয়ে যানজট পেরিয়ে সময়সাপেক্ষ যাতায়াত করে বসবাসরত বিশাল জনগোষ্ঠীকে সেবা নিশ্চিত করা প্রায় অসম্ভব হয়ে পরে।
ওয়েব ও মোবাইল এ ব্যবহার উপযোগী interactive একটি website তৈরি করা যাতে FAQ(Frequently Asked Question) er গ্রাহকের সকল প্রশ্নের/ জিজ্ঞাসার জবাব দেয়া হবে । গ্রাহকগণ তাঁদের প্রশ্ন ও সমস্যা ছবি সহ ওয়েব পোর্টাল এ upload করে পরামর্শ চাইতে পারবেন । কৃষি অফিস থেকে দ্রুত সেই সমস্যার প্রতিকার ও প্রতিরোধে করনীয় তথ্য ও সেবা প্রদান করা হবে; এতে করে গ্রাহকের সামগ্রিক TCV হ্রাস পাবে । পোর্টালে একটি linkage গড়ে তোলা, যেন আগ্রহী বাগানকারীগণ সহজেই ন্যায্যমূল্যে সকল উপকরণ (যেমন বীজ, সার, কীটনাশক, বাগান তত্ত্বাবধায়ন প্রভৃতি) এর প্রাপ্যতা, সরবরাহকারীর নাম ও যোগাযোগের বিস্তারিত ঠিকানা একটি পোর্টালেই পান ।ওয়েব পোর্টালকে কেন্দ্র করে ওয়ান স্টপ সার্ভিস(one stop service) চালু করা । ব্লক ভিত্তিক হট লাইন নাম্বার প্রদান (৯-৫ টা) করা। Vertical Farming সম্পর্কে জনসাধারণকে উৎসাহিত করা, স্তরে স্তরে সজ্জিত বাগান যা স্বল্প জায়গায় অধিক চাষের উপযোগী এবং অধিক ফলন দেয় । - গ্রাহকের ছাদে অথবা মোহাম্মাদপুর কৃষি অফিসের সামনের খোলা জায়গায় একটি model vertical farming প্রতিষ্ঠা করা, যা সরাসরি/ছবি/ভিডিও এর মাধ্যমে প্রদর্শন করে এলাকার গ্রাহকদের উদ্বুদ্ধ করা হবে। সেই সাথে নগর কৃষিতে আগ্রহীদের এ মাশরুম চাষে উদবুদ্ধ করা হবে। উপকরণ সরবরাহকারী, বাণিজ্যিক প্রতিষ্ঠান ও আগ্রহী উদ্যোক্তাদের নিয়ে, প্রযুক্তির মাধ্যমে নগর কৃষি সম্প্রসারণ এর লক্ষ্যে ছাদে বাগান এর উপরে ৩-৫ দিন ব্যাপী একটি মেলা করা যাতে জনসাধারণের আগ্রহ সৃষ্টি হয় । মেলায় আগ্রহী গ্রাহকদের রেজিস্ট্রেশান এর ব্যবস্থা থাকবে । রেজিস্টার গ্রাহকদের মোবাইল নং ও যোগাযোগ এর ঠিকানা সংগ্রহ পূর্বক একটি contact directory তৈরি করা হবে এবং ধারাবাহিকভাবে তাঁদের সাথে যোগাযোগ করে অগ্রগতি তদারকি করা হবে। Steak holder দের সাথে আলোচনা এবং তাঁদের মাধ্যমে প্রচার-প্রচারণা । মাঠ পর্যায়ে কর্মকর্তাদের প্রশিক্ষণ প্রদান ও motivation