অভিভাবকের অসচেতনতা ও আর্থিক অস্বচ্ছলতা পারিবারিক কলহ এবং বাবা-মায়ের সম্পর্ক ছিন্ন হওয়া
১. বার্ষিক পরীক্ষার পর শিশু জরীপ। ২. এর মাধ্যমে বাবা-মা উভয় কর্মজীবী এমন পরিবার বাছাই করা। ৩. বাবা-মা কর্মজীবী এমন পরিবারের তালিকা থেকে বাবা-মা ভিন্ন জায়গায় গিয়ে এমন পরিবার বাছাই করা। ৪. এছাড়াও ব্রোকেন ফ্যামিলি, তালাকপ্রাপ্ত পরিবার,এতিম এমন শিক্ষার্থীর তালিকা তৈরী। ৫. এসকল তালিকা থেকে যাচাই-বাছাই করে ঝরে পড়ার সম্ভাবনা আছে এমন শিশুর তালিকা তৈরী। ৬. ইউ.এন.ও মহোদয়ের সাথে পরামর্শ করে পরবর্তী কার্যক্রম গ্রহণ