প্রকল্প সমূহ

ডিজিটাল content তৈরি করে মাল্টিমিডায়ার সাহায্য শ্রেণী পাঠদান কে আকর্ষনীয় ও ফলপ্রসূ করা।
উপজেলার সকল বিভাগের সেবা সংক্রান্ত তথ্য মোবাইল অ্যাপস ও একটি নির্দিষ্ট মোবাইল নাম্বার হতে সরবরাহ

প্রাথমিক বিদ্যালয় হতে ঝরে পড়ার সম্ভাবনা আছে এমন শিশুদের প্রাথমিক শিক্ষা চক্র সমাপ্তির লক্ষ্যে তালিকাভূক্ত করে বিশেষ পাঠদানের ব্যবস্থা চালুকরণ।


চিহ্নিত সমস্যা এবং প্রস্তাবিত সমাধান

অভিভাবকের অসচেতনতা ও আর্থিক অস্বচ্ছলতা পারিবারিক কলহ এবং বাবা-মায়ের সম্পর্ক ছিন্ন হওয়া

১. বার্ষিক পরীক্ষার পর শিশু জরীপ। ২. এর মাধ্যমে বাবা-মা উভয় কর্মজীবী এমন পরিবার বাছাই করা। ৩. বাবা-মা কর্মজীবী এমন পরিবারের তালিকা থেকে বাবা-মা ভিন্ন জায়গায় গিয়ে এমন পরিবার বাছাই করা। ৪. এছাড়াও ব্রোকেন ফ্যামিলি, তালাকপ্রাপ্ত পরিবার,এতিম এমন শিক্ষার্থীর তালিকা তৈরী। ৫. এসকল তালিকা থেকে যাচাই-বাছাই করে ঝরে পড়ার সম্ভাবনা আছে এমন শিশুর তালিকা তৈরী। ৬. ইউ.এন.ও মহোদয়ের সাথে পরামর্শ করে পরবর্তী কার্যক্রম গ্রহণ