প্রকল্প সমূহ

মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে প্রতিবন্ধী ভাতা সহজীকরণ (ই-ভাতা)
হাসপাতাল সমাজসেবা কার্যক্রমে অসহায় ও দুস্থ: রোগীদের সেবা সহজীকরণ এবং পূনর্বাসনে সহায়তা করণ

সরকারি শিশু পরিবারে ভর্তি সহজীকরণ


চিহ্নিত সমস্যা এবং প্রস্তাবিত সমাধান

১.ভর্তি ফরম সংগ্রহ-এর জন্য দূর –দূরান্ত থেকে এসে শিশু পরিবারের ভর্তি ফরম সংগ্রহ করতে হয় । ২. শিশু পরিবার খুজে পেতে সমস্যা হয় । ৩. ফরমপূরণ করা অনেক কঠিণ-অনেক স্থানে যেতে হয়-যেমন- UP, UHFPO,USSO অফিসে যেতে হয়। আবেদন জমা দিতে আসা –শিশু পরিবারে আসা । ৪.আবেদন ফরম-এ মোবাইল নম্বর সংযুক্ত করার ব্যবস্থা না থাকা ।

১.জেলার সংশ্লিষ্ট সকলকে নতুন আইডিয়া অবহিত করণ ২. শিশু পরিবারে ভর্তির ফরম GMAIL ACCOUNT - এ GOOGLE FORMS –এ ফরম UP LOAD বছরের নির্দিষ্ট সময়ে উপজেলা সমাজসেবা অফিসার, ইউপি চেয়ারম্যান ও UDC কে অবহিতকরণ করা LINK জানিয়ে দেওয়া । ৩.UDC-তে প্রার্থী আবেদন ফরমের (১-১৫) পর্য়ন্ত ঘর পূরণ করে SUBMIT-করবে এবং ফরমে মোবাইল নম্বর অন্তভূক্ত করা হবে ।এছাড়া সম্পূর্ণ ফরমটি প্রিন্ট করে ১(এক) কপি আবেদনকারীকে দেওয়া হবে এবং তাকে সংরক্ষণ করতে বলা হবে । ৫.ভর্তি ফরমগুলো SOARTING করে SHORT LIST তৈরী করা হবে এবং ভর্তি কমিটির সভার অন্তত ৭ দিন পূর্বে পূরণকৃত ফরম ও প্রমাণকসহ এবং শিশুসহ হাজির হওয়ার জন্য অভিভাবককে ‍SMS SEND করা হবে । ৭.ভর্তি কমিটির সভায় সাক্ষাতকার গ্রহণ ও সিদ্ধান্ত গ্রহণ ।