প্রকল্প সমূহ

নির্বিঘ্ন ও নিরাপদ বিদেশ গমন ও প্রবাসীদের সেবা সুরক্ষা।
নির্বিঘ্নে, দ্রুত সময়ে, স্বল্প খরচে UNO অফিসে দাখিলকৃত আবেদন/ অভিযোগ নিস্পত্তি

কমিউনিটি বেজড কালচারাল ইকো ট্যুরিজম


চিহ্নিত সমস্যা এবং প্রস্তাবিত সমাধান

স্থানীয় কমিউনিটির অংশগ্রহন না থাকায় ও অপরিকল্পিত পর্যটন হওয়ায় উক্ত এলাকায় পর্যটন শিল্পের উন্নয়ন হয় না,প্রকৃতির অবনতি হয় এবং বিকল্প কর্মসংস্থান হয় না।

সরকারি বেসরকারি পৃষ্ঠপোষকতায় স্থানীয় পর্যটন এলাকার কমিউনিটিকে সম্পৃক্ত করে স্থানীয় প্রাকৃতিক,ঐতিহাসিক ও সাংস্কৃতিক ঐতিহ্য ব্যবহারের মাধ্যমে কমিউনিটির মালিকানা এবং পরিচালনায় প্রকৃতিতে ক্ষতি না করে পর্যটন শিল্পের বিকাশ ঘটানো ও বিকল্প কর্মসংস্থান তৈরি করা। সে লক্ষ্যে উপজেলা পর্যায়ের পর্যটন কমিটি গঠন,পর্যটন এলাকা চিহ্নিত করা।ডাটা বেজের মাধ্যমে ওয়েবসাইট তৈরি ও প্রচার, অন্যন্য পর্যটন প্রভাইডারদের সাথে লিংকেজ তৈরি ও জিও রেফারেন্স তৈরি করা।পর্যটকদের সাথে বিভিন্ন সেবা প্রদান কারিদের সাথে লিংকেজ তৈরি, নিরাপত্তার জন্য পুলিশ,কমিউনিটি সহ আলাদা কমিটি গঠন করা। বিভিন্ন প্যাকেজ অফার ও তার প্রচার করা।