প্রকল্প সমূহ

স্বেচ্ছাসেবীর মাধ্যমে কিশোর-কিশোরী ক্লাব গঠন করে তাদের মানসিক বিকাশ সাধন ও ক্ষমতায়ন
ভিপি লীজ নবায়ন এবং লীজ মানি আদায় প্রক্রিয়া সহজীকরন

নারী নির্যাতন প্রতিরোধের ক্ষেত্রে স্বল্প সময়ে ভোগান্তিমুক্তভাবে ভিকটিমকে সহায়তা করা


চিহ্নিত সমস্যা এবং প্রস্তাবিত সমাধান

শুধু ডাকযোগে কেসের নোটিশ পাঠানোর কারণে অনেক সময় শুনানির তারিখের পরে বাদী বিবাদীর কাছে নোটিশ পৌছানো। এক্ষেত্রে প্রধান সমস্যা ছিল বিবাদী পক্ষ ঠিকমত উপস্থিত না হওয়া।

ডাকযোগে নোটিশ পাঠানোর পাশাপাশি (বাদী পক্ষের কাছ থেকে নেওয়া বিবাদী পক্ষের (মোবাইল নাম্বার) বাদী-বিবাদীর উভয় পক্ষকে মোবাইল ফোনের মাধ্যমে শুনানির স্থান, সময়, তারিখ জানিয়ে দেওয়া হয়। বিবাদী পক্ষ যাতে উপস্থিত হয় সেজন্য মোবাইলে ভালভাবে মোটিভেট করা হয়। অনেক ক্ষেত্রে বিবাদী পক্ষকে উপস্থিত করানোর জন্য পুলিশের সহযোগিতায় সংবাদ দেওয়া হয়। অভিযোগ মিমাংসার পরে ফলোআপ করা হয়।