শুধু ডাকযোগে কেসের নোটিশ পাঠানোর কারণে অনেক সময় শুনানির তারিখের পরে বাদী বিবাদীর কাছে নোটিশ পৌছানো। এক্ষেত্রে প্রধান সমস্যা ছিল বিবাদী পক্ষ ঠিকমত উপস্থিত না হওয়া।
ডাকযোগে নোটিশ পাঠানোর পাশাপাশি (বাদী পক্ষের কাছ থেকে নেওয়া বিবাদী পক্ষের (মোবাইল নাম্বার) বাদী-বিবাদীর উভয় পক্ষকে মোবাইল ফোনের মাধ্যমে শুনানির স্থান, সময়, তারিখ জানিয়ে দেওয়া হয়। বিবাদী পক্ষ যাতে উপস্থিত হয় সেজন্য মোবাইলে ভালভাবে মোটিভেট করা হয়। অনেক ক্ষেত্রে বিবাদী পক্ষকে উপস্থিত করানোর জন্য পুলিশের সহযোগিতায় সংবাদ দেওয়া হয়। অভিযোগ মিমাংসার পরে ফলোআপ করা হয়।