প্রকল্প সমূহ

একটি বাড়ি একটি খামার প্রকল্পের সমিতির সদস্যদের আর্থ-সামাজিক অবস্থার উন্নতিকরণ।
মোবাইল লিংকের মাধ্যমে গর্ভবতী মায়ের সেবা

দুর্যোগে ক্ষতিগ্রস্থ ব্যক্তিকে ন্যূনতম সময়ে অনুদান প্রদান নিশ্চিতকরণ


চিহ্নিত সমস্যা এবং প্রস্তাবিত সমাধান

আবেদনকরতেগিয়েজনপ্রতিনিধিরদ্বারস্থহওয়া দুর্যোগেরতদন্তেবিলম্বকরা জেলাপ্রশাসকেরকার্যালয়েবিলম্বেনথিউপস্থাপন জেলাপ্রশাসকেরকার্যালয়হতেবিলম্বেসিদ্ধান্তপ্রাপ্তি

 অনুদান আবেদনের নমুনা ইউনিয়ন ডিজিটাল সেন্টারে সংরক্ষণ  ম্যানুয়ালি/ ই-মেইল এর মাধ্যমে (ইউনিয়ন ডিজিটাল সেন্টার এর উদ্যোক্তার মাধ্যমে) ইউ এন ও বরাবর আবেদন প্রেরণ  অনুদান প্রাপ্তির স্থান ও পদ্ধতি সম্পর্কে সচেতনতা মূলক লিফলেটতৈরি , স্থানীয় ক্যাবল নেটওয়ার্ক এ প্রচার, ওয়েব পোর্টাল এ নোটিশ,মাইকিং করণ  ওয়ার্ড/ ইউনিয়ন পর্যায়ে স্বেচ্ছাসেবক ও ট্যাগ অফিসার নিয়োগ  উপজেলা রাজস্ব তহবিল হতে দুর্যোগ সংক্রান্ত বিশেষ আর্থিক সহযোগিতার বিষয়ে উপজেলা পরিষদের সভার পূর্ব অনুমোদন গ্রহণ  জেলা প্রশাসকের কার্যালয়ের সাথে নিবিড় যোগাযোগের মাধ্যমে অনুদান অনুমোদন প্রক্রিয়া ত্বরান্বিতকরণ  অনুদান মঞ্জুরি বিষয়ে সেবা গ্রহিতাকে মোবাইল মেসেজ এর মাধ্যমে অবহিত করণ  বার্ষিক বিশেষ থোক বরাদ্দ প্রদানের জন্য জেলা প্রশাসক বরাবর আবেদন করণ