প্রকল্প সমূহ

কেন্দ্রীয় ইউনিটের মাধ্যমে উপজেলার সরকারি দপ্তরসমূহের তথ্য প্রদান
দুর্যোগে ক্ষতিগ্রস্থ ব্যক্তিকে ন্যূনতম সময়ে অনুদান প্রদান নিশ্চিতকরণ

একটি বাড়ি একটি খামার প্রকল্পের সমিতির সদস্যদের আর্থ-সামাজিক অবস্থার উন্নতিকরণ।


চিহ্নিত সমস্যা এবং প্রস্তাবিত সমাধান

ঋন মঞ্জুরীতে দীর্ঘসূিত্রতা ঋণ গ্রহীতাদের মধ্যে পেশাগত দক্ষতার অভাব ঋণের অর্থ যথাযথ ব্যবহারে তদারকীর অভাব প্রকল্পের মূল উদ্দেশ্য অর্জিত না হওয়া

সমিতির কার্যনির্বাহী কমিটির উঠান বৈঠকে ঋন প্রদানের বিষয়ে সিদ্ধান্ত গৃহীত হয়। সঠিক সিদ্ধান্ত গ্রহণের সুবিধার্থে সরকারী দপ্তরের কৃষি, মৎস্য, প্রাণিসম্পদ, যুবউন্নয়নের কর্মকর্তা/ প্রতিনিধিদের উপস্থিতি সদস্যদের নিয়মিত বৈঠক ও উৎসাহ বৃদ্ধি করবে। সকলের উপস্থিতি বৃদ্ধি করবে। ম্যানেজার ও সভাপতিদের দৌরাত্ম কমবে। S – Specific (one samity) M – Measurable (Comparative) A – Attainable (Each to achieve) R – Realistic (No additional manpower) T – Time bound (06 Month) ঋন অনুমোদনের দর সদস্যদের পেশাভিত্তিক প্রশিক্ষণের ব্যবস্থা করতে হবে। উপজেলা পরিষদ, ইউনিয়ন পরিষদ থেকে সহায়তা নেয়া হবে। ঋন ছাড়ের পর সংশ্লিষ্ট দপ্তর সমূহের দ্বারা বাস্ততবায়ন কাজের তদারকি নিশ্চিত করণ ঋন অনুমোদনের বিদ্যমান ০৬টি ধাপ থেকে ০৩টি ধাপে নামিয়ে আনা হবে ঋনের টাকা উপজেলা হেড কোয়ার্টারের পরিবর্তে ওয়ার্ড পর্যায়ে সদস্যদের মধ্যে বিতরণ নিশ্চিত করা