চান্দিনা ভিটি ইজারা গ্রহণের ক্ষেত্রে ইজারা গ্রহীতাদের হয়রানি , সময় ও অর্থের অপচয়।
ইজারা প্রদানের জন্য সংশ্লিস্ট হাটে প্রাসঙ্গিক সকল তথ্যসহ ব্যানার স্থাপন এবং মাইকিং। উপজেলা ভূমি অফিস ও ইউনিয়ন ভূমি অফিসের নোটিসবোর্ডে প্রচার। >উপজেলা ভূমি অফিসে হেল্পডেস্ক স্থাপন। অভিজ্ঞ ও তুলনামূলক সৎ ব্যক্তিকে দায়িত্ব প্রদান। তিনি আবেদনপত্র গ্রহণ ও আবেদনকারীকে আবেদনপত্র পূরণ ও অন্যান্য তথ্য দিয়ে সহযোগিতা প্রদান করবেন। > সার্ভেয়ার, সায়রাত সহকারী ও ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তাকে নিয়ে নির্দিষ্ট দিনে হাটে গমন । সরাসরি আবেদনপত্র ও শুনানী গ্রহণ এবং তদন্তকার্য পরিচালনা। >পরবর্তী ১-২ কর্মদিবসের মধ্যে উপজেলা নির্বাহী অফিসার বরাবর প্রেরন। >জেলা প্রশাসকের কার্যালয় থেকে অনুমোদন হয়ে আসলে ১-২ দিনের মধ্যে ইজারার টাকা পরিশোধ সাপেক্ষে গ্রহীতার নিকট ভিটি হস্তান্তর ।