প্রকল্প সমূহ

মানসম্মত ফসল উৎপাদন ও কৃষকের ন্যায্য মূল্য প্রাপ্তি নিশ্চিতকরণ
ম্যানুয়াল পদ্ধতির পাশাপাশি ডিজিটাল পদ্ধতিতে যুব প্রশিক্ষণের আবেদনপত্র গ্রহণ

চান্দিনা ভিটি ইজারা প্রদান সহজীকরণ


চিহ্নিত সমস্যা এবং প্রস্তাবিত সমাধান

চান্দিনা ভিটি ইজারা গ্রহণের ক্ষেত্রে ইজারা গ্রহীতাদের হয়রানি , সময় ও অর্থের অপচয়।

ইজারা প্রদানের জন্য সংশ্লিস্ট হাটে প্রাসঙ্গিক সকল তথ্যসহ ব্যানার স্থাপন এবং মাইকিং। উপজেলা ভূমি অফিস ও ইউনিয়ন ভূমি অফিসের নোটিসবোর্ডে প্রচার। >উপজেলা ভূমি অফিসে হেল্পডেস্ক স্থাপন। অভিজ্ঞ ও তুলনামূলক সৎ ব্যক্তিকে দায়িত্ব প্রদান। তিনি আবেদনপত্র গ্রহণ ও আবেদনকারীকে আবেদনপত্র পূরণ ও অন্যান্য তথ্য দিয়ে সহযোগিতা প্রদান করবেন। > সার্ভেয়ার, সায়রাত সহকারী ও ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তাকে নিয়ে নির্দিষ্ট দিনে হাটে গমন । সরাসরি আবেদনপত্র ও শুনানী গ্রহণ এবং তদন্তকার্য পরিচালনা। >পরবর্তী ১-২ কর্মদিবসের মধ্যে উপজেলা নির্বাহী অফিসার বরাবর প্রেরন। >জেলা প্রশাসকের কার্যালয় থেকে অনুমোদন হয়ে আসলে ১-২ দিনের মধ্যে ইজারার টাকা পরিশোধ সাপেক্ষে গ্রহীতার নিকট ভিটি হস্তান্তর ।