প্রকল্প সমূহ

সঠিক সময়ে বার্ষিক ইনক্রিমেন্ট প্রদান ও সার্ভিস বহিতে এন্ট্রিকরন
কর তথ্য ও সেবা কেন্দ্রের মাধ্যমে করদাতাদের সেবার মান ত্বরান্বিতকরণ

কমিউনিটিতে মা ও শিশু স্বাস্থ্য সেবার মাধ্যমে মা ও শশিু মৃত্যর হার কমানো


চিহ্নিত সমস্যা এবং প্রস্তাবিত সমাধান

কমিউনিটিতে পর্যাপ্ত ডাক্তারের অভাবে গর্ভবতী মহিলার নিয়মিত উপজেলা হাসপাতালে চেকআপের জন্য আসা সময় সাপেক্ষ, কষ্টসাধ্য ও ঝুকিপূর্ন । কমিউনিটিতে ঝুকিপূর্ন প্রসব(ডেলিভারী) নির্ধারন না হওয়া চিকিৎসা সেবা গ্রহনে উপজেলা হাসপাতালের দুরুত্ব ও সময়মত যানবাহনের অপ্রতুলতাও বিদ্যমান । নিয়মিত উপজেলা হাসপাতালে চিকিৎসা সেবা গ্রহনের জন্য জনগনের ব্যয় বৃদ্ধি পায়। দুরুত্বের কারনে সময়মত হাসপাতালে না পৌছানোর কারনে মাতৃমৃত্যু ও শিশু মৃত্যুর হার বৃদ্ধি পাচ্ছে।

সিডিউল অনুযায়ী ঐ কমিউনিটি ক্লিনিকে (পাইলটভুক্ত এলাকা) প্রেষনে একজন ডাক্তার নিয়োগ করা হবে। এর পূর্বে ঝুকিপূর্ন গর্ভবতী মহিলা চিহ্নিত করা হবে। ঝুকিপূর্ন গর্ভবতী মহিলাদের জন্য কমিউনিটি ক্লিনিকে তিন চাকার একটি ভ্যান গাড়ী ব্যবস্থা রাখা হবে । বিশেষ প্রয়োজনে উপজেলা হাসপাতালে প্রসবের জন্য প্রেরন করা হবে। ২ টি মোবাইল ফোন সরবরাহ করা হবে। ১ টি থাকবে সংশ্লিষ্ট কমিউনিটি ক্লিনিকে ও ১ টি ভ্যানচালকের কাছে প্রয়োজনীয় যোগাযোগের জন্য। ডাক্তারের মাধ্যমে ৫ বছরের নীচে সকল গুরুতর অসুস্থ শিশুকে সেবা প্রদান করা। ফলে সেবা গ্রহিতাদের সময়, খরচ ও যাতায়াত কমবে। সকলে যথাসময়ে সঠিক সেবা পাবে এবং কমিউনিটিতে মা ও শিশু স্বাস্থ্য †mevর মাধ্যমে মা ও শিশু মৃত্যর হার কমানো সম্ভব হবে।