প্রকল্প সমূহ

মানসম্পন্ন ভবন নির্মাণে সহায়তা প্রদান
সঠিক সময়ে বার্ষিক ইনক্রিমেন্ট প্রদান ও সার্ভিস বহিতে এন্ট্রিকরন

সঠিক সময়ে বার্ষিক ইনক্রিমেন্ট প্রদান ও সার্ভিস বহিতে এন্ট্রিকরন


চিহ্নিত সমস্যা এবং প্রস্তাবিত সমাধান

বার্ষিক ইনক্রিমেন্ট যথাসময়ে প্রদান করা যায় না ও সার্ভিসবুকে এন্ট্রি না করা উপজেলার সর্বমোট ৭৫৮জন শিক্ষকের ক্ষেত্রে বৎসরের ১২ মাসেই বার্ষিক বেতন বৃদ্ধি বেতন বিলে অন্তর্ভূক্ত করতে হয় । মাসওয়ারী শিক্ষকদের বাৎসরিক ইনক্রিমেন্টের তালিকা ও ইনক্রিমেন্টের হার হালফিল না থাকায় যথাসময়ে ইনক্রিমেন্ট প্রদান করা যায় না। ফলে সার্ভিস বই হালফিল করা সম্ভব হয় না এবং বকেয়া বিল প্রস্তুত করতে হয় যা সময়সাপেক্ষ। ফলে আর্থিকভাবে সবোগ্রহতিা ক্ষতিগ্রস্থ হয়, বকেয়া বিলের জন্য হিসাব রক্ষণ অফিসে বারংবার যেতে হয়।

মাসওয়ারী শিক্ষকদের ইনক্রিমেন্টের তালিকা ও হার সংক্রান্ত ডাটাবেজ তৈরি করা । ফলে সুষ্ঠুভাবে যথাসময়ে ইনক্রিমেন্ট প্রদান সম্ভবপর হবে এবং সার্ভিসবই নিয়মিতভাবে হালফিল হবে। বকেয়া বিল করতে না হওয়ায় অফিসের সময় ও শ্রম লাঘব হবে এবং শিক্ষকরা আর্থিকভাবে ক্ষতিগ্রস্থ হচ্ছে না। ১। ইনক্রিমেন্ট প্রদান এবং সার্ভিস বই হালফিলের পর এসএমএস এর মাধ্যমে নিয়মিত শিক্ষকদের অবহিত করা হবে এবং শিক্ষা অফিসের ফেসবুক একাউন্টের মাধ্যমে হালফিলকৃত সার্ভিসবুকের সংশ্লিষ্ট পাতার ছবি তুলে আপলোড দেয়া হবে