প্রকল্প সমূহ

শিক্ষকদের আর্থিক সুবিধাদি প্রদান সহজীকরণ (ইবিক্রস, টাইম স্কেল, জিপিএফ, পিআরএল ও পেনসন)
মানসম্পন্ন ভবন নির্মাণে সহায়তা প্রদান

মানসম্পন্ন ভবন নির্মাণে সহায়তা প্রদান


চিহ্নিত সমস্যা এবং প্রস্তাবিত সমাধান

ত্রুটিপূর্ন ভবন নির্মান। নিন্মমানের ইট ব্যবহার বালি সিমেন্ট পরিমাণ ঠিক মতো না দেয়া বালি ছাকুনি না করা কিওরিং না করা রড কম/ ভিন্ন সাইজের দেয়া প্রাক্কলন অনুযায়ী কাজ না করা সাব কন্ট্রাক্ট প্রদান করা

জোরদার তদারকির জন্য দায়িত্ব বণ্টন (নির্মাণের বিভিন্ন পর্যায় যেমন-বেস ঢালাই,ছাদ ঢালাই,ইট গাথা, প্লাস্টার ও কিউরিং কাজে এসএমসি, প্রধান শিক্ষক,সহ শিক্ষক কে দায়িত্ব দেয়া) প্রাক্কলন বুঝিয়ে দেয়ার জন্য সভাকরা উপজেলা ও ইউপি ওয়েব পোর্টাল এ প্রাক্কলন আপলোড করা দর্শনীয় জায়গায় প্রাক্কলন এর সাইনবোর্ড দেয়া ইউপি চেয়ারম্যান ও সদস্য কে প্রাক্কলন দেয়া নির্মাণ বিষয়ক প্রশিক্ষণ প্রদান (ডিপিই এর ম্যানুয়েল অনুযায়ী)