প্রকৃত দুস্থ মহিলা নির্বাচিত না হওয়া। Þ ব্যাংকে সঞ্চিত অর্থের লাভ কম হওয়া। Þ আত্ম কর্মসংস্থানের মাধ্যমে স্বাবলম্বী না হওয়া। Þ অর্জিত অর্থ বিনষ্ট হওয়া।
নিয়োগ প্রদানের উদ্দেশ্যে প্রাথমিক তালিকা প্রস্তুতের পর যোগ্যতা যাচাই করা। Þ প্রত্যেক মহিলা কর্মীর সঞ্চয়ের জন্য ডিপোজিট হিসাব ও নগদ মজুরীর জন্য সঞ্চয়ী ব্যাংক এ্যাকাউন্ট খোলা। Þ চুক্তির মেয়াদের পূর্বে শেষ মাসে সঞ্চিত টাকা বিনিয়োগের নির্দিষ্ট বিষয়ের উপর প্রশিক্ষণ প্রদান। Þ নিবিড় তদারকি করা।