প্রকল্প সমূহ

পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট প্রদান সহজী করন।
পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট প্রদান সহজী করন

পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট প্রদান সহজী করন


চিহ্নিত সমস্যা এবং প্রস্তাবিত সমাধান

সেবা গ্রহিতার অধিক সময় ব্যয় # সেবা গ্রহিতার আর্থিক ক্ষতি # সেবা গ্রহিতার বিড়ম্বনা # দালালের দৌরাত্ম

হেল্পডেক্স স্থাপন এর মাধ্যমে সেবা প্রত্যাশীকে সেবা প্রদানকরন। # সেবা গ্রহিতার করনীয় সর্ম্পকে একটি চার্ট সংরক্ষন, আবেদন করার ফরমেটে ডেক্স অফিসার কর্তৃক (সংশ্লিষ্ট পেপারস নিয়ে)আবেদন ফরম পুরনকরন এবং ২৪ ঘন্টার মধ্যে তদন্ত সমাপ্তের ব্যবস্থা করন। # তদন্ত শেষে অফিসার ইনচার্জ কর্তৃক পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট ইস্যু করন। # পুলিশ ক্লিয়ারেন্স ইস্যুর পর ডেক্স অফিসার কর্তৃক দ্রুততার সহিত এসপি ডিএসবির নিকট পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট প্রেরন। # পুলিশ সুপার অফিস হইতে কার্যক্রম শেষে পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেটটি হেল্প ডেক্স অফিসার স্বউদ্যোগে গ্রহন করত: সেবা গ্রহীতাকে এসএমএস বা মোবাইলে ফোনে অবহিতকরন।