পুকুরের পানি পরীক্ষাপূর্বক মৎস্যচাষিকে সঠিক পরামর্শসেবা নিশ্চিত করা যায় না। কারণ উপজেলা মৎস্য দপ্তরে ডিজিটাল কিট বক্স না থাকা, রেকর্ড ও হালনাগাদ তথ্যের অভাব এবং দক্ষ জনবলের অভাব
১। পুকুরের প্রয়োজনীয় তথ্য সম্বলিত ছক প্রণয়ন ২। সকল পুকুরের (আকার, আয়তন, অবস্হান ইত্যাদি) ডাটাবেইজ তৈরী ও হালনাগাদকরণ। ৩। পুকুরের পি এইচ,তাপমাত্রা, দ্রবীভূত অক্সিজেন,আ্যমোনিয়া, আ্যলকানিটি ইত্যাদি পরীক্ষাকরণ ৪। তথ্যগুলো ১৫ দিন পরপর হালনাগাদকরণ ৫।পানির গুনাগুন অনুযায়ী চাষীকে প্রয়োজনীয় পরামর্শ প্রদান ৬। চাষিদের করনীয় সম্পর্কে উপজেলা মৎস্য অফিস থেকে সময়ে সময়ে এসএমএস প্রদান ৭। পানির গুনাগুন সম্পর্কিত প্রাপ্ত তথ্য ও প্রদত্ত পরামর্শ উপজেলা মৎস্য দপ্তরের ফেইসবুক ও ইউনিয়ন ওয়েব পোর্টালে প্রকাশ