নদী তীরবর্তী ভূমিহীন দরিদ্র জনসাধারণ মৱস্য খাতের সংগঠিত সেবা থেকে বঞ্চিত
ক) নদী তীরবর্তী দরিদ্র ভূমিহীন বেকারদের তালিকা প্রণয়ন ও ডাটাবেজ প্রস্তুতকরণ এবং উপযোগিতা যাচাই। খ) এসএমএস/ফোনকল/যোগাযোগের মাধ্যমে প্রশিক্ষণ বিষয়ে অবহিতকরণ। গ) জলাশয়ের তীরেই হাতে-কলমে প্রশিক্ষণ আয়োজন। ঘ) চুক্তিভিত্তিক আর্থিক সহায়তা। চ) অংশগ্রহনমূলকভাবে উপকরণ সংগ্রহ, বাস্তবায়ন ও পর্যালোচনা।