প্রকল্প সমূহ

প্রকৃত কৃষকের নিকট থেকে ধান ও গম সংগ্রহ করা
ব্যবসায়ীদের খাদ্য-শস্য লাইসেন্স এর আওতায় নিয়ে আসা

প্রকৃত কৃষকের নিকট থেকে ধান ও গম সংগ্রহ করা


চিহ্নিত সমস্যা এবং প্রস্তাবিত সমাধান

প্রতি সংগ্রহ মৌসুমে চেয়ারম্যান/উপ-সহকারী কর্মকর্তার নিকট হতে পরিচিতি পত্র সংগ্রহ করতে সময়ক্ষেপন ও দৃশ্যমান এবং অদৃশ্যমান ব্যয়। যেমনঃ কৃষক যখন চেয়ারম্যান/উপ-সহকারী কৃষি কর্মকর্তার কাছে পরিচিত পত্র সংগ্রহ করতে যায় তখন কৃষকের সময় অপচয় ও কাজের বিঘ্ন ঘটে এবং যাতায়াত খরচ হয়। তাদের যথাসময়ে উপস্থিত না পেলে একজন কৃষককে বারবার তাদের কাছে যেতে হয়।

ধান/গম রোপনের সময় কৃষি বিভাগ প্রকৃত কৃষকদের জাতীয় পরিচয়পত্র নম্বর, মোবাইল নম্বর ও ব্যাংক একাউন্ট সহ ডাটাবেস তৈরি করে। ২) প্রকৃত কৃষকের জাতীয় পরিচয়পত্র নম্বর, মোবাইল নম্বর এবং ব্যাংক একাউন্ট সহ ডাটাবেসর সফট কপি কৃষি বিভাগ থেকে সংগ্রহ করে ক্রয়কেন্দ্রের কম্পিউটার/ ল্যাপটপে সংরক্ষণ করা। ৩) সংশ্লিষ্ট ইউনিয়ন ডিজিটাল সেন্টার ও উপজেলা ওয়েব পোর্টালে প্রকৃত কৃষকদের ডাটাবেস প্রদর্শন এবং ধান/ গমের বির্নিদেশ সর্ম্পকে বিস্তারিত তথ্য সন্নিবেশিত করা। ৪) ব্যাংক একাউন্টের মাধ্যমে কৃষককে সংগ্রহমূল্য পরিশোধ করা।