প্রকল্প সমূহ

প্রকৃত কৃষকের নিকট থেকে ধান ও গম সংগ্রহ করা
প্রকৃত কৃষকের নিকট থেকে ধান ও গম সংগ্রহ করা

প্রকৃত কৃষকের নিকট থেকে ধান ও গম সংগ্রহ করা


চিহ্নিত সমস্যা এবং প্রস্তাবিত সমাধান

ধান ও গম সংগ্রহ মৌসুম আরম্ভ হওয়ার পর প্রকৃত কৃষকদের তালিকা প্রনয়নকালে মধ্যস্বত্বভোগীরা কৃষকদের তালিকার মধ্যে অর্ন্তভূক্ত হয়।

ধান ও গম সংগ্রহ মৌসুম শুরু হওয়ার পর কৃষি কর্মকর্তার নিকট থেকে প্রকৃত কৃষকদের ডাটাবেজের সফ্টকপি প্রাপ্তির পর প্রকৃত কৃষকগন সরকারী ক্রয় কেন্দ্রে ধান ও গম নিয়ে আসার সাথে সাথে সরকারী বিনির্দেশ মোতাবেক ধান ও গম প্রাপ্তির পর বস্তা বন্ধি করে সরকারী নিতিমালা মোতাবেক ওজন, মান ও মজুদ নিশ্চিত হয়ে গুদামে ধান ও গম সংরক্ষন পূর্বক বিক্রেতাকে মূল্য পরিশোধের ব্যবস্থা গ্রহন করা। কোনো কৃষক যদি বিনির্দেশ বর্হিভূত ধান ও গম ক্রয় কেন্দ্রে/এলএসডিতে নিয়ে আসে তাহলে উক্ত ধান ও গম শুকিয়ে ও ঝেড়ে বিনির্দেশ সম্মত করে তা এলএসডিতে গ্রহন পূর্বক কৃষকদের ন্যায্য মূল্য প্রদান করা হবে।