প্রকল্প সমূহ

সফটওয়্যারের মাধ্যমে হিসাব রক্ষণ
সমবায় সমিতি গঠন ও দ্রুত নিবন্ধন

সমবায় সমিতি গঠন ও দ্রুত নিবন্ধন


চিহ্নিত সমস্যা এবং প্রস্তাবিত সমাধান

১) নিবন্ধন সংক্রান্ত তথ্য প্রাপ্তরি সমস্যা। ২) নিবন্ধনের উপকরণ সংগ্রহরে সমস্যা। ৩)প্রয়োজনীয় খাতাপত্র লপিবিদ্ধ করণ ও সংগৃহীত উপকরণ সমন্বয়রে সমস্যা। ৪) নবিন্ধন র্পূবর্বতী তদন্ত ও তথ্য যাচাইয়ে র্দীঘ সূত্রতিা। ৫) নিবন্ধন প্রত্যাশী সমবায়ীদের প্রশক্ষিণ না থাকা।

1) নিবন্ধন সংক্রান্ত তথ্য প্রদান ,উপকরণ সংগ্রহ Ges লিপিবদ্ধকরন ও সমন্বয়ে সহায়তার জন্য হেল্প ডেস্ক স্থাপন ও সহায়তাকারী মোবাইল নম্বর প্রদান।২) উপজেলা ওয়েব পোর্টাল ও ইউনিয়ন তথ্য সেবা কেন্দ্রের সংশ্লষ্টি ওয়েব সাইটে নিবন্ধন সংক্রান্ত তথ্য ও ফরম সংযুক্তকরণ । ৩) সমবায়ীদের ডাটাবেজ তৈরী ৪) প্রচলিত পদ্ধতির পাশাপাশি ইমেইলে নিবন্ধন আবেদন গ্রহন। ৫) নবিন্ধনরে আবেদন প্রাপ্তির ৩ কর্মদিবসের মধ্যে স্থানীয় তদন্ত ও যাচাই সম্পূর্ন করা। ৬) সমতিি র্পযায়ে নিবন্ধন প্রত্যাশীদের সমবায় সর্ম্পকতি ধারণা ও উদ্বুদ্ধকরণ বষিয়ক প্রশক্ষিণ। ৭)এস এম এস এর মাধ্যমে সমবায়ীদের আবেদন প্রাপ্তি,স্থানীয় তদন্ত ও নিবন্ধন সংক্রান্ত তথ্য জানানো ।