ম্যানুয়াল পদ্ধতিতে সময়মত ঋণ অনুমোদন ও বিতরণ না হওয়ার কারণে সমবায়ীগণ আর্থিকভাবে ক্ষতিগ্রস্থ হয় ।
০১। ডাটাবেইজ তৈরী০২। সদস্যদের সাথে মোবাইলে যোগাযোগ করা০৩। সমিতির সভা,রেজুলেশন ও ঋণের আবেদন পত্র জমা একই দিনে করা।কৃষি ঋণ কমিটি সহ অন্যান্য সভার সমন্বয় পূর্বক সভার আহবান করা।০৪। সিটিজেন চার্টার দৃর্শ্যমান স্থানে স্থাপনের ব্যবস্থা করা।০৫। ২/৩ দিনে ঋণ প্রদান করা হয় এই প্রচারনা করা সকল সুফলভোগীদের মাঝে।০৬। ব্যাংক হিসাবে (কৃষি) ঋণ জমা প্রদান।