১। দীর্ঘসূত্রিতা ২। শিক্ষার্থী প্রকল্পভূক্তির আবেদন ফরমের অপ্রতূলতা ৩। তথ্যগত ভুল-ভ্রান্তি ৪। ডাটা-এন্ট্রিতে বিলম্ব ৫। অর্থের অপচয় ।
১। অন-লাইনের মাধ্যমে উপবৃত্তির আবেদন ফরম প্রতিষ্ঠান পর্যায়ে স্বল্পতম সময়ে প্রেরণ ২। প্রতিষ্ঠান পর্যায়ে ডাটা- এন্ট্রি এবং উপজেলা পর্যায়ে যাচাই- বাছাই পূ্র্বক পিআইইউতে প্রেরণ ৩। পিআইইউ কর্তৃক উক্ত তথ্যের ভিত্তিতে উপবৃত্তির তালিকা চুড়ান্তকরণ, এসিটিএসএস প্রনয়ণ ও বরাদ্দ প্রদান ৪। মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে উপবৃত্তি বিতরণ