প্রকল্প সমূহ

মাধ্যমিক স্তরের উপবৃত্তি কার্যক্রম সহজীকরণ
মাধ্যমিক স্তরের উপবৃত্তি কার্যক্রম সহজীকরণ

মাধ্যমিক স্তরের উপবৃত্তি কার্যক্রম সহজীকরণ


চিহ্নিত সমস্যা এবং প্রস্তাবিত সমাধান

১। দীর্ঘসূত্রিতা ২। শিক্ষার্থী প্রকল্পভূক্তির আবেদন ফরমের অপ্রতূলতা ৩। তথ্যগত ভুল-ভ্রান্তি ৪। ডাটা-এন্ট্রিতে বিলম্ব ৫। অর্থের অপচয় ।

১। অন-লাইনের মাধ্যমে উপবৃত্তির আবেদন ফরম প্রতিষ্ঠান পর্যায়ে স্বল্পতম সময়ে প্রেরণ ২। প্রতিষ্ঠান পর্যায়ে ডাটা- এন্ট্রি এবং উপজেলা পর্যায়ে যাচাই- বাছাই পূ্র্বক পিআইইউতে প্রেরণ ৩। পিআইইউ কর্তৃক উক্ত তথ্যের ভিত্তিতে উপবৃত্তির তালিকা চুড়ান্তকরণ, এসিটিএসএস প্রনয়ণ ও বরাদ্দ প্রদান ৪। মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে উপবৃত্তি বিতরণ