প্রকল্প সমূহ

দরিদ্র মা’র জন্য মাতৃত্ব ভাতা ও প্রশিক্ষণ প্রদান কর্মসূচীর আওতায় ভাতাভোগীদের আত্ম কর্মসংস্থান
বাল্যবিবাহ প্রতিরোধ প্রকল্প

দরিদ্র মা’র জন্য মাতৃত্ব ভাতা ও প্রশিক্ষণ প্রদান কর্মসূচীর আওতায় ভাতাভোগীদের আত্ম কর্মসংস্থান


চিহ্নিত সমস্যা এবং প্রস্তাবিত সমাধান

সেবাগ্রহিতার অজ্ঞতা, দরিদ্রতা, কুসংস্কার, দৃষ্টিভঙ্গিগত সমস্যা, ধর্মীয় গোড়ামী, আইনের প্রতি আস্থাহীনতা,শিশু বিবাহ, শিশু শ্রম, নারীর ক্ষমতায়নের অভাব, পারিবারিক কলহ, একাধিক বিয়ের প্রবণতা, অধিক সন্তান, কর্মক্ষেত্র নির্বাচনে বিভিন্ন সমস্যা।

শিক্ষা ও বিভিন্ন ধরনের উদ্বুদ্ধকরণ কর্মসুচীর মাধ্যমে সচেতন করে তোলা।ঝুঁকিপূর্ন মহিলাদের চিহ্নিত করে আয়বর্ধক প্রশিক্ষন প্রদান এবং লোন প্রদানের মাধ্যমে আর্ত্মকর্মসংস্থান সৃষ্টি করা । ঝুকিপূর্ন মহিলা ও শিশুদের হেল্পডেক্স এবং হট লাইনের সাথে পরিচয় করিয়ে দেওয়া । ধর্মীয় অপব্যাখ্যা ও কুসংস্কার থেকে বের হয়ে আসার জন্য ধর্মীয় নেতাদের সাথে মতবিনিময় সভা করণ,জেন্ডার ভিত্তিক প্রশিক্ষেনর মাধ্যমে নারী পুরুষের সমতা আনয়নের ব্যবস্থা করা এবং ব্যপক পরিমানে সচেতনামুলক কার্যক্রম গ্রহন।হাট-বাজার,স্কুল/কলেজ এবং জনবহুল স্থানে সিডি প্রর্দশনের মাধ্যমে সচেতনতা বাড়ানো । এছাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তার মোবাইল নাম্বার, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার মোবাইল নাম্বার, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার মোবাইল নাম্বার, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের বিকল্প কর্মকর্তার মোবাইল নাম্বার ও অফিসের টিএন্ডটি নম্বর দেয়া থাকবে।