প্রকল্প সমূহ

সবুজ ও কমলা-ক শ্রেণীভূক্ত প্রকল্পের পরিবেশগত ছাড়পত্র প্রদান সহজীকরণ
টেকসই উন্নয়নে মহিলাদের আত্ন-কর্মসংস্থানের জন্য ক্ষুদ্র ঋণ কার্যক্রম

টেকসই উন্নয়নে মহিলাদের আত্ন-কর্মসংস্থানের জন্য ক্ষুদ্র ঋণ কার্যক্রম


চিহ্নিত সমস্যা এবং প্রস্তাবিত সমাধান

১) ঋন গ্রহীতাদের প্রশিক্ষন না থাকা ২) ঋনের টাকা আয় বর্ধনমূলক কাজে ব্যবহার না করা

৫ জন করে দল গঠন করে ২টি গ্রুপে ১০ জন মহিলা নির্বাচন নির্ধারিত বিষয়ে প্রশিক্ষন প্রদান (পাইলট এলাকায় মশলা প্রক্রিয়াজাতকরন ও নেটের ব্যাগ তৈরী কার্যক্রমটি বাস্তবায়ন শুরু করা হয়েছে) ঋণ বিতরন ঋণ গ্রহীতাদের উৎপাদিত পন্য বাজারজাতকরনে নেটওয়ার্ক তৈরী করা মনিটরিং এর মাধ্যমে মহিলাদের স্থায়ীভাবে আত্ননির্ভর করা