ভেজাল সার সনাক্তকরনে কৃষকের জ্ঞানের অভাব ব্যবসায়ীদের অধিক মুনাফা অর্জন
বিক্রয়যোগ্য সকল সারের নাম, কোম্পানির নাম, উপাদানের নাম সম্বলিত ডাটাবেজ তৈরী। মোবাইল কীট নিয়ে প্রতিটি সারের দোকানে গিয়ে সারের নমুনা পরীক্ষা করা। প্রতিটি ইউনিয়ন পরিষদে দলীয় ভিত্তিতে কৃষকদের ভেজাল সার সনাক্তকরনের জন্য প্রশিক্ষন প্রদান নতুন কোন কোম্পানির সার উপজেলায় বাজার জাত করণের পৃর্বে উপজেলায় অবহিতকরণ।