রবি (১৬ অক্টোবর- ১৫ মার্চ) মৌসুমে প্রশিক্ষণে অংশগ্রহণ করার জন্য কৃষকদের দুর দূরান্ত থেকে উপজেলায় এসে প্রশিক্ষণ গ্রহন করে ফিরে যেতে পুরো দিন লেগে যায় । ফলে ঐ দিনের নির্ধারিত কৃষিকাজ ব্যহত হয়। ফলে তাদের সময়, শ্রম ও ব্যয় বেশী হয়। আবার প্রশিক্ষণের বিষয় প্রকল্প অনুযায়ী সুনির্দিষ্ট থাকায় অনেক কৃষকের জন্য সময় উপযোগী ও চাহিদাভিত্তিক হয় না (সকল প্রযুক্তির উপর প্রশিক্ষণ) বা পায় না।
কৃষকের সাথে কথা বলে কৃষকের চাহিদা অনুযায়ী তাদের সময়, খরচ, ভোগান্তি কমিয়ে প্রশিক্ষণের চাহিদা নিরুপন করে সকল শ্রেণীর কৃষকদের ডাটাবেজ তৈরী ও দল গঠন করা হবে। কৃষকদের অবসর সময়কে কাজে লাগিয়ে কৃষকের দোড় গোড়ায় তাদের নির্ধারিত স্থান , সময় ও স্বল্প খরচে বেশি সংখ্যক কৃষকের মাঝে হাতে কলমে প্রযুক্তি সম্প্রসারণে প্রশিক্ষণ প্রদান করা হবে।