প্রকল্প সমূহ

অনলাইনে ওয়ারিশন সনদ
ডিজিটাল পদ্ধতিতে পেস্টিসাইড প্রেসক্রিপশান প্রদান

পরিবার পরিকল্পনা মা ও শিশু স্বাস্থ্য বিষয়ক সেবা গ্রহণকারী ও সেবা দানকারীর মধ্যে যোগাযোগ, তথ্য উদ্বুদ্ধকরণ ও সরবরাহ কার্যক্রম আধুনিকীকরণ ও সহজীকরণ


চিহ্নিত সমস্যা এবং প্রস্তাবিত সমাধান

সমস্যা:বাংলাদেশ জাতিসংঘের ঘোষিত MDG লক্ষ্যমাত্রা অর্জনে স্বাক্ষরকারী দেশ এবং এই লক্ষ্যমাত্রা অর্জনের জন্য দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ। বর্তমানে বাংলাদেশে মাতৃমৃত্যর হার প্রতি হাজার জীবিত শিশু জন্মে ১.৯৪ জন এবং বাৎসরিক মাতৃমৃত্যর সংখ্যা ৭৩৩২ জন। উন্নয়ন লক্ষ্যমাত্রা-৫ অর্জনের উদ্দেশ্যে মাতৃমৃত্যর হার ২০১৫ সালের মধ্যে প্রতি হাজার জীবিত শিশু জন্মে ১.৪৩ এ নামিয়ে আনতে হবে।এখনও এদেশে মাত্র শতকরা ২৯ ভাগ প্রসব হয় সেবা প্রতিষ্ঠানে বাকী শতকরা ৭১ ভাগ প্রসব বাড়ীতে হয় অদক্ষ ধাত্রী বা নিকট আত্বীয় স্বজন দ্বারা। মাতৃমৃত্যর দুই-তৃতীয়াংশই ঘটে বাড়িতে বাড়িতে প্রসবের ক্ষেত্রে।

ক. ১০০% গর্ভবতি রেজিষ্ট্রেশন খ. মোবাইল নং সংগ্রহ ও সংরক্ষণ গ. ডাটাবেইজ তৈরী ঘ. এনজিও, গর্ভবতী মা ও যিনি ডেলিভারীর বিষয়ে সিদ্ধান্ত নেন তাদের নিয়ে কর্মশালা ঙ. স¤ভাব্য ডেলিভারীর এক মাস পূর্ব হতে গর্ভবতী মায়ের সাথে প্রতি সপ্তাহে যোগাযোগ চ. প্রসব পরবর্তী যোগাযোগ ছ. অন্তত একটি প্রসবপূর্ব সেবা একটি চিহ্নিত সেবা কেন্দ্র হতে প্রদান