প্রকল্প সমূহ

ভূমি সংক্রান্ত বিবিধ মোকদ্দমা নিষ্পত্তি
ডিজিটাল পদ্ধতিতে পরিবার পরিকল্পনা, মা ও শিশুস্বাস্থ্য সেবা কার্যক্রম

মানসম্মত ফসল উৎপাদন ও কৃষকের ন্যায্য মূল্য প্রাপ্তি নিশ্চিতকরণ


চিহ্নিত সমস্যা এবং প্রস্তাবিত সমাধান

মান সম্মত ফসল উৎপাদন না করা। উৎপাদিত ফসলের ন্যায্যমূল্য হতে কৃষক বঞ্চিত হওয়া। উৎপাদিত কৃষি পণ্য বিদেশে রপ্তানী ব্যহত হওয়া।

কৃষকদের উৎপাদিত ফসলের ন্যায্যমূল্য না পাওয়ার কারণ অবহিত করন ও উদ্বুদ্ধ করন। মানসম্মত ফসল উৎপাদনের কৃষক দল গঠন করা। ফসল উৎপাদন থেকে বাজারজাতকরনের বিভিন্ন পর্যায়ের উপর প্রশিক্ষণ প্রদান করা। উৎপাদনের লক্ষ্যে মানসম্মত কৃষি উপকরণ প্রাপ্তি সহজলভ্য করার লক্ষ্যে বিভিন্ন উপকরণ সরবরাহকারী প্রতিস্ঠানের সাথে নেটওয়ার্কিং। নিবিড় পর্যবেক্ষনের মাধ্যমে ফসল উৎপাদন করা। ফসল সংগ্রহ করার পর মান অনুযায়ী প্রিকুলিং, সর্টিং, ক্লিনিং, ড্রাইয়িং, গ্রেডিং, প্যাকিং, ওপরিবহনের ব্যবস্থা করা। উৎপাদিত ফসলের বাজার মূল্য নিশ্চিত করার লক্ষ্যে বিভিন্ন পাইকারী বাজার ও কৃষি বিপনন অধিদপ্তরের সঙ্গে উৎপাদনকারীর যোগাযোগ স্থাপন করন।