প্রকল্প সমূহ

বান্দরবান জেলায় জমি ক্রয়-বিক্রয়ে (বিক্রয় অনুমতি ও রেকর্ড সংশোধন) জনদূর্ভোগ কমানো
ভূমি সংক্রান্ত বিবিধ মোকদ্দমা নিষ্পত্তি

ভূমি সংক্রান্ত বিবিধ মোকদ্দমা নিষ্পত্তি


চিহ্নিত সমস্যা এবং প্রস্তাবিত সমাধান

অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব)এর আদালতে দাখিলকৃত মিসকেস মামলা ব্যবস্থাপনার ত্রুটি,তদন্তের আদেশে সুষ্পষ্টতার অভাব ও বিলম্ব,দায়সারাভাবে তদন্ত প্রক্রিয়া সম্পন্ন করে দুর্বল তদন্ত প্রতিবেদন প্রদানের কারণে বিরোধীয় ভূমির সঠিক তথ্য উপস্থাপিত হয়না। এ কারণে মামলা নিষ্পত্তিতে দীর্ঘসূত্রিতার তৈরী হয় এবং মামলার পক্ষগণ নানারকম হয়রানির শিকার হওয়াসহ ব্যাপক আর্থিক ক্ষতির সম্মুখীন হন।

আবদেন প্রাপ্তির প্রথম দিনেই মামলা রুজুসহ ঐদিনই প্রথম আদেশে প্রদান করে সহকারী কমিশনার (ভূমি) কে স্বয়ং সরেজমিন তদন্তপূর্বক (ক)বিরোধীয় ভূমির স্কেচম্যাপ;(খ)নালিশী ভূমির খলীয় অবস্থান উল্লেখ সহ চৌহদ্দির বিবরণ; (গ) প্রযোজ্য ক্ষেত্রে ওয়ারিশ সনদপত্র যাচাই; (ঘ) নালিশীভূমির (রেকর্ডীয়/দালিল) সত্যতার প্রমানাদি;(ঙ) ছায়ানথি সংরক্ষণ সাপেক্ষে মূলনথি সংযুক্ত করাসহ সুস্পষ্ট মতামতসহ প্রতিবেদন দেয়ার নির্দেশেনা প্রদান করা হয়। ২য় পক্ষকেও ঐদিন নোটিশ প্রদান করে প্রাপ্তি স্বীকার নিশ্চিত করা হয়। মোবাইল এস.এম.এস এরমাধ্যমে সহকারি কমিশনার (ভূমি)দের তদন্ত প্রতিবেদন প্রেরণের জন্য তাগিদ প্রেরণকরাহয় এবং নির্ধারিত তারিখে প্রতিবেদন প্রাপ্তি নিশ্চিত করা হয়। মামলার শুনানীর তারখি জানিয়ে সকল পক্ষকে এসএমএস প্রদান করে সঠকি সময়ে শুনানী নিশ্চিত করে স্বল্পসময়ে মামলা নিষ্পত্তি করা হয়।