সময়মত যথোপযুক্ত উপকারভোগী নির্বাচন করা যায় না। উপকারভোগী (ভাতা ভোগী) নির্বাচনের ক্ষেত্রে তাদের সঠিক তথ্য সহজে পাওয়া যায় না, বিশেষ করে জন্ম তারিখ ও বয়স নির্ধারণের ক্ষেত্রে; ভুল তথ্য পেলে সেটাও সময়ের অভাবে যাচাই করার সুযোগ থাকে না; মধ্যস্বত্বভোগীর প্রভাব; নির্বাচিত হওয়ার পূর্বেই তাকে দুর-দুরান্ত থেকে বার বার ইউনিয়ন ও উপজেলায় আসা-যাওয়া করতে হয়; নির্বাচত হওয়ার পূর্বেই খরচ হয় আনুমানিক ৮০০-১০০০ টাকা;
সেবার বিষয়ে ব্যাপক প্রচার; সেবা গ্রহীতার আবেদন পত্র সরাসরি এবং UISC এর মাধ্যমে অনলাইনে আবেদন পত্র/ তথ্য সংগ্রহ; প্রাপ্ত আবেদন পত্রের তথ্য ডাটাবেইজে সন্নিবেশকরণ; আবেদিত ব্যক্তিগণের তথ্য সংগ্রহ; সেবাগ্রহীতার অগ্রাধিকার তালিকা তৈরীর জন্য ইউনিয়ন কমিটিতে প্রেরণ (হার্ড কপি সরাসরি এবং সফট কপি UISC- এর মাধ্যমে প্রেরণ); ইউনিয়ন কমিটির মাধ্যমে প্রাপ্ত তালিকা থেকে উপজেলা কমিটিতে চূড়ান্ত উপকারভোগী নির্বাচন বিদ্যমান অন্যান্য প্রক্রিয়া অনুসরন পূর্বক ভাতা বিতরনের ব্যবস্থা করা।