প্রকল্প সমূহ

যুব প্রশিক্ষণ অধিকতর বাস্তব উপযোগী করে আত্মকর্মী সৃজন
যুব ঋণ বিতরণ সহজীকরণের মাধ্যমে আত্ম-কর্মসংস্থানের সুযোগ সৃস্টি

যুব ঋণ বিতরণ সহজীকরণের মাধ্যমে আত্ম-কর্মসংস্থানের সুযোগ সৃস্টি


চিহ্নিত সমস্যা এবং প্রস্তাবিত সমাধান

যুবঋণ আবেদনকারীর নিকট যুবঋণ পাওয়ার যোগ্যতা,শর্তাবলী সংক্রান্ত তথ্য না থাকায় খোঁজ খবর নিতেই একাধিকবার তাদের অফিসে আসতে হয়। সাদা কাগজে আবেদন করার কথা ম্যানুয়ালে বলা থাকায় এবং আবেদনের সাথে ছবি ও কাগজপত্র দিতে হয় বিধায় তার অধিক সময় ও আর্থিক ক্ষতি হয়।

গুগল ড্রাইভ থেকে যুবঋণের প্রাথমিক আবেদন তৈরী করে তার লিঙ্ক ও যুবঋণ পাওয়ার যোগ্যতা ,শর্তাবলী সহ উপজেলা পোর্টালে দিয়ে দেয়া হবে। গুগল ড্রাইভ থেকে অন্য একটি সীট তৈরী করে অফিস ইমেইলের সাথে যুক্ত করে দেয়া হবে, যাতে কেউ আবেদন করলেই তা এসে ঐ সীটে জমা হয়, য়ার প্রেক্ষিতে খুব কম সময়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা যাবে। ফলে যুবঋণ আবেদনকারীর সময়, য়াতায়াত, খরচ ও ভোগান্তি কমবে।