সেবা গ্রহিতা কৃষকের অজ্ঞতা ও পশ্চাৎপদতা ঝুঁকি গ্রহণ না করার প্রবণতা কৃষকের মূলধনের অভাব নতুন উদ্যোগ বাস্তবায়নে মাঠকর্মীদের অসহযোগিতা স্থানীয় সেবাগ্রহীতা কৃষকদের দুই ফসলেই সন্তুষ্ট থাকা
প্রশিক্ষণ, জিও এবং এনজিও এর মাধ্যমে কৃষি মূলধনের ব্যবস্থা করা, উদ্বু্দ্ধকরণ, বাস্তবায়ন ও মনিটরিং এর মাধ্যমে বিদ্যমান শস্যবিন্যাস ( বোরো – পতিত – রোপা আমন ) এর উন্নীতকরনের মাধ্যমে সরিষা - বোরো - রোপা আমন শস্যবিন্যাস দ্বারা খাদ্য উৎপাদন বৃদ্ধি সহ এলাকার শস্য নিবিড়তা বৃদ্ধি।