যথা সময়ে আবেদন না পাওয়া ডকেট না করা প্রাপ্তি স্বীকার না দেয়া কাগজ হারিয়ে যাওয়া বিধির অপব্যাখ্যা প্রযুক্তি ব্যবহারে অনীহা সেবা গ্রহীতাকে অবহিত না করা দালাল নির্ভরতা প্রশাসনিক দীর্ঘসূত্রিতা ত্রুটিপূর্ণ বিল উপস্থাপন নথি মনিটরিং না করা ডাটাবেজ না থাকা সংশ্লিষ্ট দপ্তরের সাথে সমন্বয়হীনতা
উপজেলা শিক্ষা অফিসে ফ্রন্ট ডেস্ক স্থাপন করে দায়িত্বপ্রাপ্ত কর্মচারীর মাধ্যমে শিক্ষকদের প্রাপ্য আর্থিক সুবিধার সকল আবেদন প্রয়োজনীয় কাগজাদিসহ সরাসরি/ই-মেইলে গ্রহণ, প্রাপ্তি স্বীকার প্রদান ও ডকেট করে ঐ দিনই নথি উপস্থাপন করা হচ্ছে। সমন্বিত সফটওয়্যার তৈরি করে শিক্ষকের ই-আর্থিক সেবা ব্যবস্থাপনা চালু করে স্বচ্ছতা আনার জন্য উদ্যোগ গ্রহণ করা হয়েছে।