প্রকল্প সমূহ

স্বল্প সময় ও খরচে খামারী পর্যায়ে সঠিকভাবে প্রাণি সম্পদ বিভাগের সেবাসমূহ প্রদান করে জনদুর্ভোগ কমানো এবং উৎপাদন বৃদ্ধিতে বিশেষ ভূমিকা রাখা
“ডিজিটাল প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে প্রান্তিক কৃষকদের দোরগোরায় প্রাথমিক প্রাণিস্বাস্থ্য সেবা পৌঁছানো”

ইউনিয়ন পরিষদে প্রাণি সম্পদ সেবাকেন্দ্র স্থাপন


চিহ্নিত সমস্যা এবং প্রস্তাবিত সমাধান

বিদ্যমান ব্যবস্থায় জনবল সংকটের কারণে ইউনিয়ন পর্যায়ে সরকারিভাবে প্রাত্যহিক সেবাদান সম্ভব হয় না। ফলে উপজেলা কেন্দ্রিক প্রাণিসম্পদ অফিসে সেবা নিতে আসা জনগণের জন্য কষ্টসাধ্য, ব্যয়বহুল ও সময় সাপেক্ষ টিকা প্রাপ্তি সহজসাধ্য না হবার কারণে প্রাণী পালনকারীরা প্রাণিকে নিয়মিত টিকা প্রদান করতে পারে না । এতে সংক্রামক রোগের প্রাদূর্ভাব বৃদ্ধি ও বিস্তার ঘটে। প্রতি বছর বিভিন্ন সংক্রামক রোগে অনেক গবাদিপ্রাণি ও হাঁস-মুরগির মৃত্যু ঘটে। কৃত্রিম প্রজনন সেবা সঠিক সময়ে (গাভী গরম হওয়ার ১২-১৮ ঘণ্টার মধ্যে) নিতে না পারায় জাত উন্নয়ন কৌশল সফল হয় না এবং গাভী পালনকারীদের আর্থিক ক্ষতি ছাড়াও দুধ ও মাংস উৎপাদন বৃদ্ধি বাধাগ্রস্থ হয়। দূরবর্তী হাসপাতালে যাতায়াতের অসুবিধা হেতু জনগণ বিভিন্ন জনের শরনাপন্ন হন ফলে সময় ও অর্থ ব্যয় বৃদ্ধি পায় এবং প্রাণী গ্রহণ করে ভুল চিকিৎসা । গবাদি প্রাণি ও হাঁস-মুরগির চিকিৎসা গ্রহণে বিলম্বের কারনে ব্যয় বৃদ্ধি পায়, কোন কোন ক্ষেত্রে প্রাণির মৃত্যুও ঘটে ।

ইউনিয়ন পরিষদে প্রাণিস্বাস্হ্য সেবা কেন্দ্র স্থাপন করা হবে। যেখানে দুইজন প্রশিক্ষিত স্বেচ্ছাসেবী উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা/ ভেটেরিনারি সার্জন এর তত্বাবধানে সেবা বিতরণ/বিপণন করবে। এক্ষেত্রে তারা সরকারী উপকরন সমূহ সরকারী নিয়ম অনুযায়ী প্রদান করবে। স্বেচ্ছাসেবীগণ প্রাণির প্রাথমিক পরীক্ষা-নিরীক্ষা ও রোগের ইতিহাস গ্রহন পূর্বক রোগের চিকিৎসা/ব্যবস্থাপত্র প্রদান করবে। প্রয়োজনে মোবাইল ফোনে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা/ ভেটেরিনারি সার্জন এর সহিত পরামর্শ করে চিকিৎসা/ব্যবস্থাপত্র প্রদান করবে। জটিল রোগে আক্রান্ত প্রাণীকে উপজেলা প্রাণিসম্পদ অফিসে প্রেরণ করবে। উন্নত জাতের ঘাস চাষ কৌশল ও প্রয়োজনীয় পরামর্শ সহ টিকা, কৃত্রিম প্রজনন সেবা, খামার ব্যবস্থাপনা ও অন্যান্য প্রয়োজনীয় পরামর্শ সেবা কেন্দ্র থেকে গ্রহণ করা যাবে। স্বেচ্ছাসেবী নিজের আয়ে নিজে চলবে। সেবা কেন্দ্র হতে নিম্নোক্ত কমখরচে সেবা সমূহ প্রদান করা হবে। রোগ প্রতিরোধে টিকা প্রদান সেবা,জাত উন্নয়নে কৃত্রিম প্রজনন সেবা।রোগ নিরাময়ে প্রাথমিক চিকিৎসা সেবা। দক্ষতা বৃদ্ধিতে প্রযুক্তি হস্তান্তর ও পরামর্শ সেবা এবং সার্ভিলেন্স কার্যক্রম পরিচালনা ইত্যাদি। ইউনিয়ন পরিষদে প্রাণিস্বাস্হ্য সেবা পরিচালনার জন্য ইউনিয়ন পরিষদ ও স্বেচ্ছাসেবীর সাতে সমাঝোতা স্মারক করা হবে।