<p><strong>চিহ্নিত সেবার বিদ্যমান সমস্যা :</strong></p> <p>২.১।হিসাবের জটিলতা ও ভূল হওয়া ।</p> <p>২.২।একই ব্যক্তির (ঋণ গ্রহনের ক্ষেত্রে) একাধিকবার সুযোগ গ্রহন করা।</p> <p>২.৩।হিসাবে জটিলতা হওয়ায় ঋণ বিতরনে সময়ক্ষেপন।</p> <p>২.৪। উপজেলা দপ্তরে হিসাব প্রক্রিয়াকরনে সময়ক্ষেপন।</p> <p>২.৫।রিপোর্ট রিটার্ন প্রণয়নে সময়ক্ষেপন।</p> <p>২.৬। আন্তবিভাগীয় সম্পর্কের অবনতি হওয়া।</p> <p><strong>সমস্যাটির মূল কারণ :</strong></p> <p>৪.১। ম্যানুয়াল পদ্ধতিতে হিসাব রক্ষণ কার্যক্রম সম্পন্ন করা।</p> <p>৪.২।উপজেলায় প্রযুক্তিভিত্তিক ডাটাবেইজ না থাকা।</p>
<p>৬.১। উপজেলা দপ্তরে হিসাব সংক্রান্ত অফলাইন সফটওয়ার ব্যবহার।<br /> ৬.২। সমিতি এবং দলভূক্ত সদস্যদের (তথ্য) এক্সেল ডাটাবেইজ তৈরি এবং সংরক্ষন।</p>