প্রকল্প সমূহ

নারী নির্যাতন প্রতিরোধে জনসচেতনতা সৃষ্টি এবং সেবা প্রদান পদ্ধতি সহজীকরণ
নারী নির্যাতন প্রতিরোধে জনসচেতনতা সৃষ্টি এবং সেবা প্রদান পদ্ধতি সহজীকরণ।

নারী নির্যাতন প্রতিরোধে জনসচেতনতা সৃষ্টি এবং সেবা প্রদান পদ্ধতি সহজীকরণ।


চিহ্নিত সমস্যা এবং প্রস্তাবিত সমাধান

<p><strong>বিদ্যমান সমস্যা :</strong></p> <p>বাংলাদেশে নারী নির্যাতনের হার প্রকট</p> <p>মধ্যস্থতাকারীদের দৌরাতœ</p> <p>ন্যায় বিচার হতে বঞ্চিত।  </p> <p><strong>সমস্যাটির মুল কারন?</strong></p> <p>শিক্ষা ও সচেতনতার অভাব।</p> <p>দারিদ্র্য</p> <p>আইনী সহায়তা প্রাপ্তির বিষয়ে অজ্ঞতা।</p> <p>আইন সম্পর্কে অজ্ঞতা।</p> <p>পুরুষতান্তিক সমাজ ব্যবস্থা।</p> <p>নারীদের  প্রতি নেতিবাচক দৃ্িষ্টভঙ্গী ।</p> <p>ধর্মীয় গোড়ামী।</p>

<p>সচেতনতা বৃদ্ধি কর্মসূচী</p> <p>হেল্প ডেস্ক স্থাপন</p> <p>আবেদন ও সেবাদান প্রদ্ধতি সহজীকরণ</p>