প্রকল্প সমূহ

টেকসই উন্নয়নে মহিলাদের আত্মকর্মসংস্থানের জন্য প্রশিক্ষণ ও ঋণ প্রদান ।
মহিলাদের আত্নকর্মসংস্থানের জন্য ক্ষুদ্রঋন কার্যক্রম

নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে ঝুঁকিপূন পরিবার চিহ্নিত করন এবং সেবা প্রদান।


চিহ্নিত সমস্যা এবং প্রস্তাবিত সমাধান

<p>নারী ও শিশুদের নিরাপত্তাহীনতা</p> <p>পুরুষদের উপর নারীদের অতিমাত্রায় নির্ভরশীলতা</p> <p>পিতৃতান্ত্রিক সমাজ ব্যবস্থা ও দৃষ্টিভঙ্গি</p> <p>মানবধিকার,নারী অধিকার ও শিশু অধিকার বিষয়ে ধারনা না থাকা</p> <p>ভিকটিমের অঙ্গতা</p> <p>নারীর ক্ষমতায়নের অভাব</p> <p>নারী নির্যাতন প্রতিরোধে বিভিন্ন সেবাদানকারী প্রতিষ্ঠান সম্পরকে নারীদের নিকট তথ্য না থাকা</p> <p>নারী নির্যাতন বন্ধে পর্যাপ্ত আইন না থাকা এবং আইনের যথাযথ প্রয়োগ না ঘটা ।</p> <p>শিক্ষা ও সচেতনতার অভাব</p> <p>নারীর ক্ষমতায়নের অভাব</p> <p>ধর্মীয় অপব্যাখা বা গোড়ামী</p> <p>রাজনৈতিক ও সামাজিক অস্থিরতা</p> <p>সমস্যাটির মূল কারণ : শিক্ষা ও সচেতনাতার অভাব , পুরুষতান্ত্রিক মনোভাব এবং নারীর ক্ষমতায়নের অভাব ।</p>

<p>শিক্ষা ও বিভিন্নধরেনর উদ্বুদ্ধকরন কর্মসুচীর মাধ্যমে সচেতন করে তোলা।ঝুকিপূর্ন মহিলাদের চিহ্নিত করে আয়বর্ধক প্রশিক্ষন প্রদান এবং লোন প্রদানের মাধ্যমে  আর্ত্মকর্মসংস্থান সৃষ্টি করা । ঝুকিপূর্ন মহিলা ও শিশুদের হেল্পডেক্স এবং হট লাইনের সাথে পরিচয় করিয়ে দেওয়া । ধর্মীয় অপব্যাখ্যা ও কুসংস্কার থেকে বের হয়ে আসার জন্য ধর্মীয় নেতাদের সাথে মতবিনিময় সভা করণ,জেন্ডার ভিত্তিক প্রশিক্ষেনর মাধ্যমে নারী পুরুষের সমতা আনয়নের ব্যবস্থা করা এবং ব্যপক পরিমানে সচেতনামুলক কার্যক্রম গ্রহন।হাট-বাজার,স্কুল/কলেজ এবং জনবহুল স্থানে সিডি প্রর্দশনের মাধ্যমে সচেতনতা বাড়ানো  </p>