<p>সমিতিতে সমবায়ীদের ও অন্যান্য দপ্তরের তথ্য সংরক্ষণ না থাকার সমবায়ীরা বিভিন্ন দপ্তরের সেবা সমূহ নিতে পারে না ফলে সমবায়ীরা বিভিন্ন দপ্তরের সেবা নিয়ে আত্মকর্মসংস্থান ও দারিদ্র বিমোচন করতে পারে না। </p>
<p> সংশ্লিস্ট গ্রামে সমবায় সমিতি গঠন করে ঐ সমবায়ীদের তথ্য সংগ্রহ করা ও সংরক্ষন করা হবে। বিভিন্ন দপ্তরের সেবা সংক্রান্ত যাবতীয় তথ্য সংগ্রহ সমিতিতে সংরক্ষন করা হবে, ফলে সমবায়ীরা বিভিন্ন দপ্তরের সাথে সহজে নেটওয়ার্কিং তৈরি করে তাদের কর্মসংস্থানের মাধ্যমে দারিদ্র বিমোচন করতে পারবে। আইডিয়াটি বাস্থবায়ন করলে গ্রামের কোন লোককে সেই সেবাটি নিতে উপজেলায় গিয়ে হয়রানী হতে হবে না।</p> <p> </p>