<p>সড়ক দুর্ঘটনাপ্রবণ এলাকা<strong>, </strong>ভালো স্বাস্থ্যসেবা দানকারী হাসপাতালের ক্যাচমেন্ট এলাকা<strong>, </strong>শহর এলাকায় প্রতিদিন প্রচুর রক্তের প্রয়োজন হয়। অনেক সময় কাংখিত গ্রুপের রক্তদাতাকে খোঁজার কাজটি অত্যন্ত কঠিন হয়ে থাকে। বিশেষকরে মাঝরাত<strong>, </strong>দুর্যোগপূর্ণ আবহাওয়ার সময় রক্তদাতার সাথে যোগাযোগ আরো কঠিন হয়।</p> <p>অনেক সময় আগ্রহী রক্তদাতা থাকা স্বত্বেও শুধুমাত্র যোগাযোগের প্রক্রিয়া সহজ না হওয়ায় সময়মতো রক্ত পাওয়া যায়না বিধা য় ত্রুটিপূর্ণ স্বাস্থ্যসেবা সহ মৃত্য পর্যন্ত ঘটে থাকে।</p>
<p>উপজেলা ওয়েব পোর্টালে ‘স্বেচ্ছায় রক্তদান’ শিরোনামে একটি সেবা বক্স খোলা হয়েছে। এরপর সকল সরকারী দপ্তর, ইউনিয়ন পরিষদ, প্রেসক্লাব, শিক্ষাপ্রতিষ্ঠান, এনজিও সহ সম্ভ্যাব্য সকলকে পত্র দিয়ে স্বেচ্ছায় রক্তদানে উদ্বুদ্ধ করা হয়েছে। রক্তদানে আগ্রহী ব্যক্তিদের নাম ও মোবাইল নম্বর আহবান করা হয়েছে। তারপর তাদের নামের তালিকা আটটি রক্তের গ্রুপ অনুযায়ী মোবাইল নম্বর সহ উপজেলা ওয়েব পোর্টালে সন্নিবেশ করা হয়েছে। বিভিন্ন হাসপাতাল, ক্লিনিক, কম্পিউটার সেন্টার, ঔষুদের দোকান, মুদি দোকান, সরকারি বেসরকারী দপ্তর, প্রেসক্লাব প্রভৃতি স্থানে এটি প্রচারমূলক স্টিকার লাগানো হয়েছে। বর্তমানে এই তালিকায় ৩০১ জন রক্তদাতা আছেন। রোগী কিংবা তাঁর স্বজনরা জরুরী রক্তের প্রয়োজনে সরাসরি উপজেলা ওয়েব পোর্টালের এই তালিকায় অন্তর্ভূক্ত আছেন। তালিকায় অন্তর্ভুক্তি একটি চলমান প্রক্রিয়া এবং এটি ভবিষ্যতেও চলবে। </p>