প্রকল্প সমূহ

শিক্ষাই প্রথম বাল্য বিবাহকে লালকার্ড
শিক্ষাই প্রথম বাল্য বিবাহকে লালকার্ড

শিক্ষাই প্রথম বাল্য বিবাহকে লালকার্ড


চিহ্নিত সমস্যা এবং প্রস্তাবিত সমাধান

<p>শিক্ষার অভাব, দারিদ্রতা, কুসংস্কার, নিরাপত্তার অভাব, অভিভাবকের অসচেতনতার কারণে বাল্য বিবাহের প্রবণতা বৃদ্ধি । </p>

<p style="margin-left:0.25in"><u>Pre-work:</u></p> <p>ওয়ার্ড পর্যায়ে কমিটি গঠন (চেয়ারম্যান, মেম্বার, সুশীল সমাজ, সাংবাদিক, শিক্ষক, কাজী, ইমাম, এনজিও কর্মী, এডভোকেট, রাজনৈতিক ব্যক্তিত্ব, ব্যবসায়িক সংগঠন, নির্বাচিত মহিলা ইউপি সদস্য)।</p> <p>ইউনিয়ন পর্যায়ে শিশু সুরক্ষা কমিটি গঠন ।</p> <p>স্কুল ভিত্তিক কমিটি গঠন ।</p> <p>শিশু ও যুব ফোরাম গঠন ।</p> <p><strong>উপজেলা টাস্কফোর্স গঠন</strong> ।</p> <p>সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা ।</p> <p>জীবন দক্ষতা বিষয়ক প্রশিক্ষণ ।</p> <p>জেন্ডার বিষয়ক প্রশিক্ষণ ।</p> <p>জনসাধারণের শপথ গ্রহণ ।</p> <p>গণস্বাক্ষর অভিযান ।</p> <p>অনলাইন বার্থ রেজিস্ট্রেশন জোরদার করন ।</p> <p>নিকাহ রেজিস্টারার, ইমাম, ধর্মীয় নেতাদের ডাটাবেইজ তৈরি ও প্রশিক্ষণ ।</p> <p>ধর্মীয় প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান ও অন্যান্য প্রতিষ্ঠানে প্রচারণা (খুতবা, রেডকার্ড বিতরণ, মিষ্টির প্যাকেটে বাল্যবিবাহকে না বলুন স্লোগান, ভ্যান চালকদেরকে ‘বাল্য বিবাহকে না বলুন’ স্লোগান সম্বলিত গেঞ্জি প্রদান)।</p> <p>অগ্রগতি পর্যালোচনা ।</p> <p>Target oriented achievement.</p> <p><u>বিবরণঃ</u></p> <p>১। লাল কার্ড বিতরণের ফলে মেয়েকে বাল্য বিবাহ দেওয়ার মানসিক প্রস্তুতি, বিয়ের পরিকল্পনা, বিয়ের আয়োজন সংঘটন সব প্রচেষ্টাই বন্ধ করা সম্ভব হবে ।</p> <p>কার্ডটিতে মেয়ে শিশুর জন্ম তারিখ, ১৮ বসর পূর্ণ হওয়ার তারিখ, জন্ম নিবন্ধন নম্বর থাকবে এবং কার্ড বিবাহ সংঘটনে প্রদর্শন বাধ্যতামূলক, বিধায় বয়স বেশী দেখিয়ে বাল্য বিবাহ রোধ করা সম্ভব হবে । এতে স্কিল, কোয়ালিটি ও রেজাল্ট বেড়ে যাবে ।</p> <p>কার্ডটিতে উপজেলা নির্বাহী অফিসার, অফিসার্স ইনচার্জ এবং মহিলা বিষয়ক কর্মকর্তার মোবাইল নাম্বার থাকবে । কার্ডটি মেয়ে সংরক্ষণ করবে এবং ভিকটিম প্রশাসনের সহযোগীতা চাওয়ার ক্ষেত্রে সরাসরি যোগাযোগ করতে পারবে । বিধায় বিয়ের অনুঘটকের সকল পথ বন্ধ হবে । TCV কমে যাবে ।</p> <p>মাঝের সমস্ত স্তর (চেয়ারম্যান,ঘটক, নিকাহ রেজিস্টারদের পথ) বন্ধ হবে ।</p> <p>স্কুল কর্তৃক মনিটরিং এর একটি সুরক্ষা ব্যবস্থা থাকবে । TCV হ্রাস পাবে । স্কিল, কোয়ালিটি, রেজাল্ট, Engagement বেড়ে যাবে ।</p> <p>(উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ১০-১৮ বছরের নিচে সকল মেয়ে শিশুকে বিনামূল্যে এই কার্ড বিতরণ করা হবে, পরবর্তীতে দশম বৎসরে পদার্পণকারী প্রতিটি মেয়ে শিশু ভর্তিকালীন ৫ টাকা সেশন ফি দিয়ে এই কার্ড সংগ্রহ করবে)</p> <p> </p> <p>২। Victim নিজে অথবা   Victim এর পক্ষ থেকে যে কেউ http://jaldhaka.nilphamari.gov.bd এই  ওয়েবপোর্টালে অন্যান্য ই-সেবাতে <strong>বাল্য বিবাহ তথ্য সেবা অনলাইনে আবেদনে </strong>ক্লিক করে তথ্য ছক পূরণ পুর্বক উপজেলা প্রশাসনকে অবহিত করতে পারবে ।</p> <p>আবেদনের সাথে সাথে Email: unojaldhaka@mopa.gov.bd এই মেইল Address –এ একটি মেসেজ নোটিফিকেশন চলে আসবে । সংশ্লিষ্ট নিকাহ রেজিস্টার ও স্কুল শিক্ষককে message টি through এবং যাচাই-বাছাই করে তাতক্ষণিকভাবে বাল্য বিবাহ প্রতিরোধ সম্ভব করা হবে ।</p> <p><strong>এই সেবা প্রদানে নিম্নলিখিত বিষয় সম্পন্ন করা হবেঃ</strong></p> <p>ওয়েবপোর্টালে একটি লিংক খোলা হবে ।</p> <p>ইতোমধ্যে লিংকটি খোলা হয়েছে এবং কার্যক্রম চলমান ।</p> <p>সকল ধর্মীয় নেতা (ইমাম ও নিকাহ রেজিস্টারদের ডাটাবেইজ তৈরি করা হবে) ।</p>