<p>ভূমি উন্নয়ন কর নির্ধারণ পূর্বক যথাসময়ে ও সঠিকভাবে করদাতাকে অবহিত করার ব্যবস্থা না থাকা এবং ভূমি উন্নয়ন কর প্রদান সম্পর্কে প্রচারণার অভাবে সঠিক সময়ে ভূমি মালিকগণ ভূমি উন্নয়ন কর প্রদান করেন না। কর দাতার নিকট সঠিক তথ্য না থাকার কারণে তারা অনেক সময় দালালের শরণাপন্ন হয় অথবা দাখিলার অতিরিক্ত অর্থ প্রদান করেন । </p>
<p>প্রথমে মৌজাভিত্তিক রেজিস্টার-২ এর হোল্ডিংওয়ারী ভূমি উন্নয়ন করের ডাটাবেইজ তৈরি করা হবে । ডাটাবেইজে ভূমি মালিকগণের মোবাইল নম্বরও সংযোজিত হবে । এই ডাটাবেইজটি online (উপজেলা ওয়েবপোর্টাল) ও offline এ ইউনিয়ন ভূমি অফিস, উপজেলা ভূমি অফিস ও ইউনিয়ন ডিজিটাল সেন্টারে সংরক্ষণ ও প্রদর্শনের ব্যবস্থা থাকবে । প্রত্যেক বছরের শুরুতে sms এর মাধ্যমে ভূমি মালিকগণকে তার ভূমি উন্নয়ন করের বর্তমান অবস্থা সম্পর্কে অবহিত করা হবে । </p> <p>ভূমি উন্নয়ন কর আদায়ের ক্ষেত্রে সহকারী কমিশনার (ভূমি), ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা সপ্তাহের নির্দিষ্ট দিনে মৌজাভিত্তিক ক্যাম্প করে স্পটেই ভূমি উন্নয়ন কর আদায় ও অভিযোগ নিষ্পত্তি করবেন এবং ভূমি উন্নয়ন কর সংশ্লিষ্ট তথ্য প্রচার করবেন । কোন মৌজায় কখন ক্যাম্প করা হবে তা মাইকে এবং অনলাইনে (Web portal/Facebook) এ প্রচার করা হবে । ভূমি উন্নয়ন কর আদায় করে তাৎক্ষণিকভাবে বিবরণ ডাটাবেইজে আপডেট করা হবে । </p>