প্রকল্প সমূহ

গ্রামভিত্তিক কিশোরীদের সংগঠিত করে বাল্যবিবাহ ও যৌতুক নিরোধের মাধ্যমে স্বাবলম্বীকরন ।
সমন্বিত উদ্যোগে বেকার ও সন্ত্রাসমুক্ত গ্রাম সৃজন।

সমন্বিত উদ্যোগে বেকার ও সন্ত্রাসমুক্ত গ্রাম সৃজন।


চিহ্নিত সমস্যা এবং প্রস্তাবিত সমাধান

<table border="" cellpadding="0" cellspacing="0" style="width:643px"> <tbody> <tr> <td style="width:211px"> <p>বিদ্যমান সমস্যা</p> </td> <td style="width:192px"> <p>সমস্যার মূল কারণ</p> </td> <td style="width:240px"> <p>সমস্যার কারণে সেবাগ্রহিতাদের ভোগান্তি</p> </td> </tr> <tr> <td style="height:21px; width:211px"> <p>সন্ত্রাস ও জঙ্গিবিরোধ বেকারত্ত্ব</p> <p> </p> </td> <td style="height:21px; width:192px"> <p>সময়মত প্রশিক্ষন</p> </td> <td style="height:21px; width:240px"> <p>যুবদের বার বার অফিসে যাতায়াত।</p> </td> </tr> <tr> <td style="width:211px"> <p>সামাজিক অস্থিরতা-</p> <p> </p> </td> <td style="width:192px"> <p>ও ঋণ না পাওয়া</p> </td> <td style="width:240px"> <p>সময় ব্যয় বৃদ্ধি।</p> </td> </tr> <tr> <td style="height:16px; width:211px"> <p>প্রকল্প গ্রহনের কারিগরী</p> <p> </p> </td> <td style="height:16px; width:192px"> <p>সচেতনার অভাব</p> </td> <td style="height:16px; width:240px"> <p>সামাজিক অস্থিরতা।</p> </td> </tr> <tr> <td style="width:211px"> <p>জ্ঞ্যানের অভাব</p> <p> </p> </td> <td style="width:192px"> <p>পারিপার্শ্বিক অবস্থা </p> </td> <td style="width:240px"> <p>এবং দারিদ্রতা</p> </td> </tr> <tr> <td style="width:211px"> <p>জঙ্গীবাদ ও সন্ত্রাস</p> <p> </p> </td> <td style="width:192px"> <p>সামাজিক কারণ</p> </td> <td style="width:240px"> <p>বেকারত্ব</p> </td> </tr> </tbody> </table>

<p>বেকার যুবদের প্রশিক্ষন ও ঋণের মাধ্যমে কর্মসংস্থানের সুযোগ সৃস্টি করা। জরিপ কার্য সম্পাদন পূর্বক বেকার যুবদের ডাটাবেজ তৈরি করা হবে। যুব উন্নয়ন অধিদপ্তরের যে সব প্রশিক্ষন বিদ্যমান আছে , সেইসব প্রশিক্ষনের আওতায় এ কর্মসূচী বাস্তবায়ন করা হবে। যুব উন্নয়ন অধিদপ্তরের ঋণ সুবিধা থেকে এই কর্মসূচীর আওতায় ঋণ প্রদান করা হবে। তাদেরকে আত্মনির্ভরশীল করে গরে তোলে বেকার মুক্ত করা হবে। এ ছাড়াও বিভিন্ন ব্যাংক যেমনঃ আই,এফ,আইসি,জনতা বাঙ্ক,কর্মসংস্থান ব্যাংকের সাথে অধিকতর যোগাযোগের মাধ্যমের ঋণ সহায়তা প্রদান করা হবে। এ ছাড়াও যুব উন্নয়ন অফিসের সাথে অন্যান্য অফিসও একই কার্যক্রম পরিচালনা করার নিমিত্তে লিংকেজ স্থাপন করা হবে। যেমনঃ উপজেলা পশুসম্পদ অফিস, উপজেলা পল্লীউন্নয়ন অফিস, উপজেলা কৃষি অফিস, উপজেলা মৎস্য অফিস, উপজেলা মহিলা বিষয়ক অফিস, এন জিও সংগঠন গুলোও এ কাজে সহায়তা করবে। এ কার্যক্রম কে বাস্তবায়ন করার জন্য অন্যান্য দপ্তর কে একই সাথে সম্পাদন করবে । উপজেলা পর্যায়ে একটি কমিটি করে এ কাজ সম্পন্ন করা হবে। ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান,মেম্বার, এন জি ও প্রতিনিধি এ কাজের সাথে সম্পৃক্ত করা হবে এবং এ বিষয়ে প্রশিক্ষণ কর্মশালা প্রচার প্রচারণা করে জনগণকে অবহিত করা হবে। উপজেলা পর্যায়ে কম্পিউটার প্রশিক্ষণের মাধ্যমে যেমন- ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ প্রদান করে আয়ের সুযোগ সৃষ্টি করা হবে । </p>