<p>বিদ্যমান ব্যবস্থায় প্রতিবন্ধী যুবদের সঠিক তথ্য না থাকায়, সুযোগ থাকলেও অনেক ক্ষেত্রে তাদের প্রশিক্ষণে অংশগ্রহণের সুযোগ প্রদান সম্ভব হয় না, ফলে তারা কর্মহীন, পরনির্ভর ও মানবেতর জীবন যাপন করে । </p>
<p>যুব সংগঠনের মাধ্যমে প্রতিবন্ধী যুবদের তথ্য সংগ্রহ</p> <p>ডাটাবেইজ তৈরী,চাহিদা নিরূপণ, এবং চাহিদা মাফিক প্রশিক্ষণের মাধ্যমে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা </p>