প্রকল্প সমূহ

আগত রোগীদের সঠিক সেবাগ্রহণের লক্ষ্যে অভ্যর্থনাকারীদের মাধ্যমে সঠিক দিক নির্দেশনা প্রদানের ব্যবস্থা করা।
আগত রোগীদের সঠিক সেবাগ্রহণের লক্ষ্যে অভ্যর্থনাকারীদের মাধ্যমে সঠিক দিক নির্দেশনা প্রদানের ব্যবস্থা করা।

বস্তা পদ্ধতিতে অধিক লবণাক্ত এলাকায় সারা বছর কুমড়া জাতীয় ফসলের চাষাবাদ সম্প্রসারণ সেবার মাধ্যমে কৃষকের জীবন যাত্রার মান উন্নয়ন


চিহ্নিত সমস্যা এবং প্রস্তাবিত সমাধান

<p>অধিক লবণ সহিষ্ণু ফসলের জাত এবং উপযুক্ত টেকনোলোজি না থাকায় কোস্টাল বেল্টে অধিক জমি পতিত থাকছে, দারিদ্রতা , অপুষ্টির হার এবং অপরাধ প্রবনতা বৃদ্ধি পাচ্ছে </p>

<p><strong>১)</strong> নির্দিষ্ট ফসলের অনুমোদিত দূরত্বে দুরত্বে মাটিতে ১ ফুট গর্ত করে প্রতিটি গর্তে ০.৭৫ ফুট উর্বর মাটি ভর্তি ১.৫ ফুট দৈর্ঘ্য ও ১ফুট ব্যাস বিশিষ্ট চটের বস্তা স্থাপন করতে হবে। উপরের ফাঁকা ০.৭৫ ফুট ফাঁকা বস্তায় ১/২ অংশ উর্বর মাটি + ১/২ অংশ প্রয়োজনীয় জৈব ও রাসায়নিক সারের মিশ্রণে পূর্ণ করতে হবে।</p> <p><strong>২)</strong> জৈব সার দিয়ে পূর্ণ করার ৭ থেকে ১০ দিন পর ভাল জাতের কুমড়া জাতীয় ফসলের বীজ অথবা চারা রোপণ করতে হবে এবং গাছের গোড়ায় প্রয়োজনীয় মালচিং দিতে হবে।</p> <p><strong>৩)</strong> পরর্বতী আন্তঃ পরির্চযা  সঠিক সময়ে সঠিক ভাবে নিতে হবে। পানি ব্যবস্থাপনা এবং রোগ বালাই দমনে বিশেষ নজর দিতে হবে।</p> <p><strong>৪)</strong> প্রতিটি ২০ শতক করে মোট চারটি পাইলট প্রদর্শনী কৃষকের জমিতে স্থাপন করতে হবে এছাড়া একটি গ্রামের ৫০ টি বাড়িতে  দুইটি করে গাছ গ্রামের মহিলাদের মাধ্যমে বাস্তবায়ন করা হবে। </p> <p><strong>৫)</strong> কৃষকের কষ্ট বেনিফিট রেশিও হিসাব করা হবে, CBO ভাল হলে মাঠ দিবস, মোটিভেশন ও গ্রেজুয়েশন মাধ্যমে সম্প্রসারণ করা হবে অন্যথায় প্রকল্পটি পুনঃ পরিকপ্লনা গ্রহণ পূর্বক পরবর্তী পদক্ষেপ গ্রহণ করা হবে। </p>