<p>উপযুক্ত পরিবেশ, সুযোগ ও দারিদ্যের কারণে সমাজের বড় একটা অংশ জাতীয় সংস্কৃতির মূলধারায় একীভূত হতে পারছে না। ফলে দরিদ্র ও পথশিশুদের সুপ্ত প্রতিভার বিকাশ সাধন হচ্ছে না।</p>
<p>• এলাকা চিহ্নিতকরণ <br /> • জরিপ ও ডাটাবেস তৈরী <br /> • রেজিস্ট্রেশন(ভর্তি) <br /> • দুই বছর মেয়াদী প্রশিক্ষণ প্রদান <br /> • প্রশিক্ষণ শেষে অনুষ্ঠান নির্মাণ (নৃত্য, সংগীত, নাটক, আবৃত্তি ইত্যাদি) <br /> • মূল্যায়ন<br /> • প্রতিবেদন<br /> • ফলোআপ</p>