প্রকল্প সমূহ

এক ভিজিটে লাইসেন্স প্রদান (License Delivery by Single Visit)
পাড়াকেন্দ্রকে সকল ধরণের সেবা প্রাপ্তি ও অর্থনৈতিক কর্মকান্ডের কেন্দ্রবিন্দুতে পরিণত করা।

প্রশিক্ষণ ব্যবস্থাপনায় ICT এর ব্যবহার


চিহ্নিত সমস্যা এবং প্রস্তাবিত সমাধান

<p>চা বাগান দূর্গম এলাকায় হওয়ায় মনোনয়নপত্র পাঠানো, পাওয়া, আবেদনপত্র সংগ্রহ, পূরণ ও জমাদানের জন্য সেবাগ্রহীতাদের একাধিকবার যাতায়াত করায় সময় ও অর্থের অপচয় হয় এবং প্রশিক্ষণ অনেকসময় সেবাগ্রহীতাদের চাহিদাভিত্তিক না হওয়ায় বাগান কর্তৃপক্ষ প্রশিক্ষণার্থী মনোনয়ন দিতে অনীহা প্রকাশ করে।</p>

<p><strong>১)</strong> প্রশিক্ষণ সেবা প্রদানের লক্ষ্যে সকল বাগানের ও তাদের প্রশিক্ষণযোগ্য সকল কর্মকর্তা ও কর্মচারীর ডাটাবেইজ তৈরি করা হবে।<br /> <strong>২)</strong> তৈরিকৃত ডাটাবেইজ থেকে বাগানের চাহিদাভিত্তিক প্রশিক্ষণের বিষয় নির্ধারণ ও যোগ্য প্রার্থীদের নিকট মনোনয়ন চাওয়া হবে।<br /> <strong>৩)</strong> মনোনয়ন চাওয়া, মনোনয়ন পাওয়া ও অন্যান্যপত্র যোগাযোগ ডাকযোগের মাধ্যমে না করে ই-মেইল ও মোবাইল এসএমএস এর মাধ্যমে করা হবে।<br /> <strong>৪)</strong> অনলাইন আবেদনপত্র সংগ্রহ, পূরণ ও জমাদানের ব্যবস্থা থাকবে।<br /> <strong>৫)</strong> প্রশিক্ষণ সিডিউল অনলাইনে ও ই-মেইলে প্রেরণ করা হবে।</p>