<p>ম্যানুয়াল পদ্ধতিতে ডাকযোগে পত্র আদান-প্রদানের কারণে যথাসময়ে প্রশিক্ষণার্থী মনোনয়ন পাওয়া যায় না । তাছাড়া প্রশিক্ষণার্থীদের যথাসময়ে প্রশিক্ষণে অংশগ্রহণ নিশ্চিত হয় না । চাহিদাভিত্তিক ও সময়োচিত প্রশিক্ষণ না হলে প্রশিক্ষণে কোন ফল হয় না এবং প্রশিক্ষণের উদ্দেশ্য ব্যহত হয় । </p>
<p><strong>১।</strong> প্রশিক্ষণ সেবা প্রদানের লক্ষ্যে সকল বাগানের ও তাদের প্রশিক্ষণযোগ্য সকল কর্মকর্তা ও কর্মচারীর ডাটাবেইজ তৈরি করা হবে<br /> <strong>২।</strong> তৈরিকৃত ডাটাবেইজ থেকে বাগানের চাহিদাভিত্তিক প্রশিক্ষণের বিষয় নির্ধারণ ও যোগ্য প্রার্থীদের নিকট মনোনয়ন চাওয়া হবে <br /> <strong>৩।</strong> মনোনয়ন চাওয়া, মনোনয়ন পাওয়া ও অন্যান্যপত্র যোগাযোগ ডাকযোগের মাধ্যমে না করে ই-মেইল ও মোবাইল এসএমএস এর মাধ্যমে করা হবে<br /> <strong>৪।</strong> অনলাইন আবেদনপত্র সংগ্রহ, পূরণ ও জমাদানের ব্যবস্থা থাকবে<br /> <strong>৫।</strong> প্রশিক্ষণ সিডিউল অনলাইনে ও ই-মেইলে প্রেরণ করা হবে</p>